ঢাকা ১০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

‘ট্রুকলার’-এর দিন কি তবে ঘনিয়ে এলো?

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৪৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০
  • / 76

‘ট্রুকলার’-এর দিন কি তবে ঘনিয়ে এলো? একটি ইউটিউব বিজ্ঞাপনের জেরে এমনই আলোচনা শুরু হয়েছে গ্যাজেট গুরুদের মধ্যে। বিষয়টি ঠিক কী? শোনা যাচ্ছে, কলিং অ্যাপটিকে ঢেলে সাজিয়েছে গুগল। প্রাথমিকভাবে এর নাম দেওয়া হয়েছে ‘গুগল কল’।

শুধু ফোন করা বা রিসিভ করাই নয়, নতুন এ অ্যাপটি কলারের নাম, কোন এলাকার নম্বর তাও জানিয়ে দিতে পারবে বলে দাবি করছে বিশ্বের একাধিক গ্যাজেট সংক্রান্ত তথ্যপ্রদানকারী সংস্থাগুলো।

সম্প্রতি এক ‘রেডইট’ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ইউটিউবে ‘গুগল কল’-এর বিজ্ঞাপনটি প্রথম দেখেছেন। তিনিই নেটিজেনদের এ বিষয়ে জানিয়েছেন। বিজ্ঞাপনটিতে নাকি অ্যাপটি ডাউনলোডের লিঙ্কও দেয়া ছিল। ফোনবুকে সেভ না থাকা নম্বর থেকে ফোন এলে সেই নম্বর ব্যবহারকারীর তথ্য দেয় ‘ট্রুকলার’।

ব্যবহারকারী নিজে ‘ট্রুকলার’-এ প্রোফাইল খুলতে পারেন। প্রোফাইল না থাকলে অন্য স্মার্টফোন ব্যবহারকারীর ফোনে সংশ্লিষ্ট নম্বরটি যে নামে সেভ করেছেন সেই নামই তৃতীয় পক্ষের রিসিভারকে দেখিয়ে দেয় ‘ট্রুকলার’।

এ বিশেষ পরিষেবার জন্য ইতিমধ্যেই বিশ্বব্যাপী স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় হতে শুরু করেছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

‘ট্রুকলার’-এর দিন কি তবে ঘনিয়ে এলো?

আপডেট টাইম : ০৬:৪৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০

‘ট্রুকলার’-এর দিন কি তবে ঘনিয়ে এলো? একটি ইউটিউব বিজ্ঞাপনের জেরে এমনই আলোচনা শুরু হয়েছে গ্যাজেট গুরুদের মধ্যে। বিষয়টি ঠিক কী? শোনা যাচ্ছে, কলিং অ্যাপটিকে ঢেলে সাজিয়েছে গুগল। প্রাথমিকভাবে এর নাম দেওয়া হয়েছে ‘গুগল কল’।

শুধু ফোন করা বা রিসিভ করাই নয়, নতুন এ অ্যাপটি কলারের নাম, কোন এলাকার নম্বর তাও জানিয়ে দিতে পারবে বলে দাবি করছে বিশ্বের একাধিক গ্যাজেট সংক্রান্ত তথ্যপ্রদানকারী সংস্থাগুলো।

সম্প্রতি এক ‘রেডইট’ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ইউটিউবে ‘গুগল কল’-এর বিজ্ঞাপনটি প্রথম দেখেছেন। তিনিই নেটিজেনদের এ বিষয়ে জানিয়েছেন। বিজ্ঞাপনটিতে নাকি অ্যাপটি ডাউনলোডের লিঙ্কও দেয়া ছিল। ফোনবুকে সেভ না থাকা নম্বর থেকে ফোন এলে সেই নম্বর ব্যবহারকারীর তথ্য দেয় ‘ট্রুকলার’।

ব্যবহারকারী নিজে ‘ট্রুকলার’-এ প্রোফাইল খুলতে পারেন। প্রোফাইল না থাকলে অন্য স্মার্টফোন ব্যবহারকারীর ফোনে সংশ্লিষ্ট নম্বরটি যে নামে সেভ করেছেন সেই নামই তৃতীয় পক্ষের রিসিভারকে দেখিয়ে দেয় ‘ট্রুকলার’।

এ বিশেষ পরিষেবার জন্য ইতিমধ্যেই বিশ্বব্যাপী স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় হতে শুরু করেছে।

নিউজ লাইট ৭১