ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করায় বাউল শিল্পী রিতা দেওয়ানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৩১:০৫ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০
  • / 91

আল্লাহকে নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করায় বাউল শিল্পী রিতা দেওয়ানসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় তাদের বিরুদ্ধে এ রায় দিয়েছেন আদালত।

পিবিআই’র তদন্ত প্রতিবেদন দাখিলের পর বুধবার (২ ডিসেম্বর) বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন এ পরোয়ানা জারি করেন।

রিতা দেওয়ান ছাড়াও বাকি দু’জন হলেন- শাজাহান ও ইকবাল।

এই প্রসঙ্গে মামলার বাদী আইনজীবী ইমরুল হাসান জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮ ধারায় অভিযোগ প্রমাণিত হয়েছে মর্মে প্রতিবেদন দাখিল করেছে পিবিআই। প্রতিবেদন আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

এদিকে গত ৩১ জানুয়ারি ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলা দায়ের করা হয়। বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালে ইমরুল হাসান নামে এক আইনজীবী মামলাটি দায়ের করেন।

মামলার আর্জিতে বলা হয়েছে, সম্প্রতি একটি পালা গানের আসরে রিতা দেওয়ান মহান আল্লাহকে নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে গানের ওই ভিডিওটি ভাইরাল হয়। এই বক্তব্যে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮(১) ধারায় মামলাটি দায়ের করা হয়।

বাদীর জবানবন্দি গ্রহণের পর ট্রাইব্যুনালের বিচারক অভিযোগের বিষয়ে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করায় বাউল শিল্পী রিতা দেওয়ানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

আপডেট টাইম : ০৬:৩১:০৫ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০

আল্লাহকে নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করায় বাউল শিল্পী রিতা দেওয়ানসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় তাদের বিরুদ্ধে এ রায় দিয়েছেন আদালত।

পিবিআই’র তদন্ত প্রতিবেদন দাখিলের পর বুধবার (২ ডিসেম্বর) বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন এ পরোয়ানা জারি করেন।

রিতা দেওয়ান ছাড়াও বাকি দু’জন হলেন- শাজাহান ও ইকবাল।

এই প্রসঙ্গে মামলার বাদী আইনজীবী ইমরুল হাসান জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮ ধারায় অভিযোগ প্রমাণিত হয়েছে মর্মে প্রতিবেদন দাখিল করেছে পিবিআই। প্রতিবেদন আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

এদিকে গত ৩১ জানুয়ারি ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলা দায়ের করা হয়। বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালে ইমরুল হাসান নামে এক আইনজীবী মামলাটি দায়ের করেন।

মামলার আর্জিতে বলা হয়েছে, সম্প্রতি একটি পালা গানের আসরে রিতা দেওয়ান মহান আল্লাহকে নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে গানের ওই ভিডিওটি ভাইরাল হয়। এই বক্তব্যে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮(১) ধারায় মামলাটি দায়ের করা হয়।

বাদীর জবানবন্দি গ্রহণের পর ট্রাইব্যুনালের বিচারক অভিযোগের বিষয়ে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

নিউজ লাইট ৭১