ঢাকা ০২:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রোহিত শর্মাকে ছাড়িয়ে আবারও শীর্ষে সাকিব

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৯:৪৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০১৯
  • / 136

সাকিব আল হাসান। ফাইল ছবি

ভারতীয় ওপেনার রোহিত শর্মাকে ছাড়িয়ে আবারও রান সংগ্রহে শীর্ষে উঠে গেলেন সাকিব আল হাসান। এবারের বিশ্বকাপে রান সংগ্রহে শীর্ষে রয়েছেন বাংলাদেশ দলের এ অলরাউন্ডার।

শুক্রবার ইংল্যান্ডের ঐতিহ্যবাহী লর্ডস স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে নামার আগে ৫৪২ রান নিয়ে দ্বিতীয় পজিশনে ছিলেন সাকিব আল হাসান। এদিন ইনিংসের সপ্তম ওভারে মোহাম্মদ হাফিজকে বাউন্ডারি হাঁকিয়ে রোহিত শর্মাকে ছাড়িয়ে রান সংগ্রহে আবারও শীর্ষে উঠে যান সাকিব। রোহিতকে ছাড়িয়ে যেতে সাকিবের প্রয়োজন ছিল মাত্র ৩ রান।

পাকিস্তানের বিপক্ষে ৩১৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৩১ রানে ব্যাট করছেন সাকিব।

এবারের বিশ্বকাপে শুক্রবারের আগে আট ম্যাচে (৭৫, ৬৪, ১২১, ১২৪*, ৪১, ৫১ ও ৬৬) সবমিলে ৫৪২ রান সংগ্রহ করে দ্বিতীয় পজিশনে ছিলেন সাকিব। এক ম্যাচ কম খেলে ৫৪৪ রান নিয়ে শীর্ষে ছিলেন সাকিব। আট ম্যাচে ৫১৬ রান করে তৃতীয় পজিশনে অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। সমান ম্যাচ খেলে ৫০৪ রান নিয়ে চতুর্থ পজিশনে অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ। আর নয় ম্যাচে ৫০০ রান করে পঞ্চম পজিশনে আছেন ইংলিশ তারকা ব্যাটসম্যান জো রুট।

তবে বিশ্বকাপের ইতিহাসে ৪৫ ম্যাচে সর্বোচ্চ ২২৭৮ রান সংগ্রহ করেন শচীন টেন্ডুলকার। তার চেয়ে এক ম্যাচ বেশি খেলে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং সংগ্রহ করেন ১৭৪৩ রান। ৩৭ ম্যাচ খেলে ১৫৩২ রান করেন শ্রীলংকার কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা।

Tag :

শেয়ার করুন

রোহিত শর্মাকে ছাড়িয়ে আবারও শীর্ষে সাকিব

আপডেট টাইম : ০৯:৪৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০১৯

ভারতীয় ওপেনার রোহিত শর্মাকে ছাড়িয়ে আবারও রান সংগ্রহে শীর্ষে উঠে গেলেন সাকিব আল হাসান। এবারের বিশ্বকাপে রান সংগ্রহে শীর্ষে রয়েছেন বাংলাদেশ দলের এ অলরাউন্ডার।

শুক্রবার ইংল্যান্ডের ঐতিহ্যবাহী লর্ডস স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে নামার আগে ৫৪২ রান নিয়ে দ্বিতীয় পজিশনে ছিলেন সাকিব আল হাসান। এদিন ইনিংসের সপ্তম ওভারে মোহাম্মদ হাফিজকে বাউন্ডারি হাঁকিয়ে রোহিত শর্মাকে ছাড়িয়ে রান সংগ্রহে আবারও শীর্ষে উঠে যান সাকিব। রোহিতকে ছাড়িয়ে যেতে সাকিবের প্রয়োজন ছিল মাত্র ৩ রান।

পাকিস্তানের বিপক্ষে ৩১৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৩১ রানে ব্যাট করছেন সাকিব।

এবারের বিশ্বকাপে শুক্রবারের আগে আট ম্যাচে (৭৫, ৬৪, ১২১, ১২৪*, ৪১, ৫১ ও ৬৬) সবমিলে ৫৪২ রান সংগ্রহ করে দ্বিতীয় পজিশনে ছিলেন সাকিব। এক ম্যাচ কম খেলে ৫৪৪ রান নিয়ে শীর্ষে ছিলেন সাকিব। আট ম্যাচে ৫১৬ রান করে তৃতীয় পজিশনে অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। সমান ম্যাচ খেলে ৫০৪ রান নিয়ে চতুর্থ পজিশনে অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ। আর নয় ম্যাচে ৫০০ রান করে পঞ্চম পজিশনে আছেন ইংলিশ তারকা ব্যাটসম্যান জো রুট।

তবে বিশ্বকাপের ইতিহাসে ৪৫ ম্যাচে সর্বোচ্চ ২২৭৮ রান সংগ্রহ করেন শচীন টেন্ডুলকার। তার চেয়ে এক ম্যাচ বেশি খেলে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং সংগ্রহ করেন ১৭৪৩ রান। ৩৭ ম্যাচ খেলে ১৫৩২ রান করেন শ্রীলংকার কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা।