নতুন ৫জি স্মার্টফোন আনল মটোরোলা
- আপডেট টাইম : ০৫:৩৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০
- / 79
নতুন ৫জি স্মার্টফোন আনল মটোরোলা। মডেল মটো জি ৫জি। ফোনটিতে রয়েছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের শক্তিশালী ব্যাটারি।
অত্যাধুনিক ডিজাইন ও ফিচারের এই ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১০৮০x২৪০০ পিক্সেল।
ফোনটি পরিচালনার জন্য দেয়া হয়েছে ৭৫০জি মডেলের চিপসেট, ৪/ ৬ জিবি র্যাম ও ৬৪/১২৮ জিবি স্টোরেজ।
নতুন এই ডিভাইস চলবে অ্যানড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে। দ্রুত গতিতে চার্জ দেয়ার জন্য ডিভাইসটিতে দেয়া হয়েছে ২০ ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি।
ছবির জন্য রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা। প্রাইমারি সেন্সর ৪৮ মেগাপিক্সেলের। ফোনে থাকছে ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। একইসঙ্গে আছে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
ভারতে ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি রম ভার্সনের মটো জি ৫জি ফোনটি বিক্রি হচ্ছে ২৪ হাজার ৯৯৯ রুপিতে।
নিউজ লাইট ৭১