বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন ‘নাগেরপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়’
- আপডেট টাইম : ০৬:২৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০
- / 70
উপজেলা ভিত্তিক বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশগ্রহণের টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘নাগেরপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়’। উপজেলার ৯টি শিক্ষা প্রতিষ্ঠানকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হওয়ার এই গৌরব অর্জন করে তারা।
শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় এই স্কুলের প্রতিযোগীরা হাজির হয় ভিন্নধর্মী এক প্রজেক্ট নিয়ে। শিক্ষার্থীদের প্রজেক্টটি ছিলো আধুনিক একটি ওয়েবসাইটের ডিজাইন। যেটি বাংলাদেশেও নতুন। যার বিশেষত্ব হচ্ছে স্কুল, কলেজ বা যে কোন প্রতিষ্ঠানে না এসেও ভার্চুয়াল ভাবে সকল কর্মসূচি এই ওয়েবসাইটের মাধ্যমে করা।
খুধে শিক্ষার্থীদের হাতে তৈরি করা এমন ওয়েবসাইট দেখে রিতিমত অবাক বিচারকরা। এছাড়াও ‘উন্নত ও নিরাপদ গৃহায়ণ’ নামেও আরেকটি প্রজেক্ট তৈরি করে প্রসংশা কুড়িয়েছে এই স্কুলের প্রতিযোগিরা। নাগেরপাড়া উচ্চ বিদ্যালয়ের অংশগ্রহণকারী ১০ চ্যাম্পিয়ন শিক্ষার্থীরা হলো, তানভীর আহমেদ, আল-আমিন, শাবি আলম কাফি খিয়াম, মুশফিকুর রহমান মিতুল, মোঃ আসিফ, মোঃ শিখন, অর্চি, সায়েদুল ইসলাম, ইফফাত ইসলাম রিকি, রিপ্না দত্ত।
স্কুলের পক্ষ থেকে প্রতিযোগিদের সব ধরনের সহযোগিতা করেন স্কুলের সিনিয়র সহকারী গনিত শিক্ষক নাথুরাম বৈদ্য এবং সহকারী গনিত শিক্ষক মিজানুর রহমান।
নিউজ লাইট ৭১