ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বাসার ভেতর গাঁজা রাখা ও সেবন করার অপরাধে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:৫৬:০০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০
  • / 89

বাসার ভেতর গাঁজা রাখা ও সেবন করার অপরাধে ভারতীয় কমেডিয়ান ভারতী সিং ও তার স্বামী হার্ষ লিম্বাচিয়াকে গ্রেপ্তার করেছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। এনসিবি জানিয়েছে, মাদক সেবনের কথা স্বীকার করেছেন ভারতী ও হার্ষ দম্পতি।

এনডিটিভি ডটকমের সূত্রে জানা যায়, আজ সকালে গাঁজা রাখা ও সেবনের অভিযোগে হার্ষ লিম্বাচিয়াকে গ্রেপ্তার করা হয়। এর আগে শনিবার (২১ নভেম্বর) রাতে ভারতীকে গ্রেপ্তার করে এনসিবি।

গতকাল ভারতী ও হার্ষের মুম্বাইয়ের ফ্ল্যাটে অভিযান চালায় এনসিবি কর্মকর্তারা। এই সময় অল্প পরিমাণের (৮৬.৫ গ্রাম) গাঁজা উদ্ধার হয়। পরবর্তী সময়ে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। হার্ষকে প্রায় ১৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন এনসিবি কর্মকর্তারা।

এ বিবৃতিতে এনসিবি’র পক্ষ থেকে বলা হয়েছে, ‘ভারতী সিং ও তার স্বামী হার্ষ লিম্বাচিয়া দুজনই গাঁজা সেবনের কথা স্বীকার করেছেন। নারকোটিক্স ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্স আইন, ১৯৮৫ অনুযায়ী তাদের গ্রেপ্তার করা হয়েছে।’

কর্মকর্তারা জানিয়েছেন, এই দম্পতির কাছে যে পরিমাণ গাঁজা পাওয়া গেছে তা বিক্রির জন্য না হলেও তাদের দশ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

বাসার ভেতর গাঁজা রাখা ও সেবন করার অপরাধে

আপডেট টাইম : ০৪:৫৬:০০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০

বাসার ভেতর গাঁজা রাখা ও সেবন করার অপরাধে ভারতীয় কমেডিয়ান ভারতী সিং ও তার স্বামী হার্ষ লিম্বাচিয়াকে গ্রেপ্তার করেছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। এনসিবি জানিয়েছে, মাদক সেবনের কথা স্বীকার করেছেন ভারতী ও হার্ষ দম্পতি।

এনডিটিভি ডটকমের সূত্রে জানা যায়, আজ সকালে গাঁজা রাখা ও সেবনের অভিযোগে হার্ষ লিম্বাচিয়াকে গ্রেপ্তার করা হয়। এর আগে শনিবার (২১ নভেম্বর) রাতে ভারতীকে গ্রেপ্তার করে এনসিবি।

গতকাল ভারতী ও হার্ষের মুম্বাইয়ের ফ্ল্যাটে অভিযান চালায় এনসিবি কর্মকর্তারা। এই সময় অল্প পরিমাণের (৮৬.৫ গ্রাম) গাঁজা উদ্ধার হয়। পরবর্তী সময়ে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। হার্ষকে প্রায় ১৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন এনসিবি কর্মকর্তারা।

এ বিবৃতিতে এনসিবি’র পক্ষ থেকে বলা হয়েছে, ‘ভারতী সিং ও তার স্বামী হার্ষ লিম্বাচিয়া দুজনই গাঁজা সেবনের কথা স্বীকার করেছেন। নারকোটিক্স ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্স আইন, ১৯৮৫ অনুযায়ী তাদের গ্রেপ্তার করা হয়েছে।’

কর্মকর্তারা জানিয়েছেন, এই দম্পতির কাছে যে পরিমাণ গাঁজা পাওয়া গেছে তা বিক্রির জন্য না হলেও তাদের দশ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

নিউজ লাইট ৭১