‘করোনা হিরো’ সম্মাননা পেলেন এক বাংলাদেশি
- আপডেট টাইম : ০৪:৪৮:৩০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০
- / 83
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘করোনা হিরো’ সম্মাননা পেয়েছেন আরও এক বাংলাদেশি। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্টের প্রেসিডেন্ট শাহ শহীদুল হক (সাঈদ) গত মার্চ থেকে অদ্যাবধি কুইন্সের জ্যামাইকা, জ্যাকসন হাইটস সিটিতে নিরলসভাবে কাজ করায় বিভিন্ন সংস্থা থেকে এ সম্মাননা দেয়া হয়।
এখন পর্যন্ত প্রায় ড’জনখানেক অ্যাওয়ার্ড, প্রোক্লেমেশন, সাইটেশন, সার্টিফিকেট অব অনার পেয়েছেন শাহ শহীদুল হক। এর মধ্যে উল্লেখ্যযোগ্য সম্মাননা পেয়েছে সর্বপ্রথম তৎকালীন সিনেটর হিলারী ক্লিনটন থেকে। আরও আ্যওয়ার্ড দিয়েছেন সাবেক কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলি।
সাবেক স্থায়ী প্রতিনিধি ইউনাইটেড নেশন অব বাংলাদেশ এবং পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন তাকে সম্মাননা সার্টিফিকেট দিয়েছেন। সর্বশেষ অ্যাওয়ার্ড অব চ্যাম্পিয়ন কোভিড-১৯ সম্মানে ভূষিত হলেন শাহ্ শহীদুল হক।
এ সম্মাননা দিয়েছেন নিউইয়র্কের অ্যাসেম্বলি ডিস্ট্রিক-১৯ এর অ্যাসেম্বলি ওমেন মিস ক্যাটলিনা ক্রুজ। উল্লেখ্য, গত ৭ নভেম্বর বিকেল ৫টায় ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলমেন্টের উদ্যোগে ক্ষুধার্ত মানুষের মধ্যে খাদ্য দ্রব্য এবং মাস্ক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্টেট সিনেটর জেসিকা রামোসসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।
নিউজ লাইট ৭১