ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

এরশাদকে রক্ত দিলেন চিত্রনায়ক সাইফ খান

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৯:৩৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০১৯
  • / 113

সাইফ খান। ছবি: সংগৃহীত

সাবেক রাষ্ট্রপতি এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে রক্ত দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের নায়ক সাইফ খান।

শুক্রবার বিকালে রাজধানীর সিএমএইচ হাসপাতালে উপস্থিত হয়ে চিকিৎসাধীন এরশাদের জন্য রক্ত দান করেছেন এ অভিনেতা।

হুসেইন মুহম্মদ এরশাদের জরুরি রক্তের প্রয়োজনের সংবাদটি ফেসবুকের মাধ্যমে প্রথম জানতে পারেন সাইফ। রক্তের গ্রুপ মিলে যাওয়াতে দিতে আগ্রহ প্রকাশ করেন তিনি। এরপর সাইফ খানের সঙ্গে যোগাযোগ করেন এরশাদের ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর।

হাসপাতালে উপস্থিত হওয়ার পর প্রথমে সাইফের রক্তের ক্রস ম্যাচিংয়ের মাধ্যমে নিশ্চিত হয় প্লাটিলেট সংখ্যা। পরবর্তীতে জরুরি ভিত্তিতে সাইফের কাছ থেকে রক্তের প্লাটিলেট সংগ্রহ করে সিএমএইচ কর্তৃপক্ষ।

জানা গেছে, সাইফ খান অনেক বছর ধরে নিয়মিত রক্ত দান করে আসছেন। তবে এবারই প্রথম হাইপ্রোফাইল কাউকে তিনি রক্ত দান করলেন।

এ প্রসঙ্গে সাইফ বলেন, একজন রোগীর জীবন বাঁচাতে রক্ত দিয়েছি। আর উনি যখন এতো বড় একজন মানুষ, তাই অনুভূতির মাত্রাটাও একটু বেশি হওয়াটা স্বাভাবিক। আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন।

প্রসঙ্গত, সাইফ বর্তমানে নতুন একটি ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। সর্বশেষ তার অভিনীত ‘প্রেমের কেন ফাঁসি’ নামে একটি ছবি মুক্তি পেয়েছে।

Tag :

শেয়ার করুন

এরশাদকে রক্ত দিলেন চিত্রনায়ক সাইফ খান

আপডেট টাইম : ০৯:৩৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০১৯

সাবেক রাষ্ট্রপতি এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে রক্ত দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের নায়ক সাইফ খান।

শুক্রবার বিকালে রাজধানীর সিএমএইচ হাসপাতালে উপস্থিত হয়ে চিকিৎসাধীন এরশাদের জন্য রক্ত দান করেছেন এ অভিনেতা।

হুসেইন মুহম্মদ এরশাদের জরুরি রক্তের প্রয়োজনের সংবাদটি ফেসবুকের মাধ্যমে প্রথম জানতে পারেন সাইফ। রক্তের গ্রুপ মিলে যাওয়াতে দিতে আগ্রহ প্রকাশ করেন তিনি। এরপর সাইফ খানের সঙ্গে যোগাযোগ করেন এরশাদের ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর।

হাসপাতালে উপস্থিত হওয়ার পর প্রথমে সাইফের রক্তের ক্রস ম্যাচিংয়ের মাধ্যমে নিশ্চিত হয় প্লাটিলেট সংখ্যা। পরবর্তীতে জরুরি ভিত্তিতে সাইফের কাছ থেকে রক্তের প্লাটিলেট সংগ্রহ করে সিএমএইচ কর্তৃপক্ষ।

জানা গেছে, সাইফ খান অনেক বছর ধরে নিয়মিত রক্ত দান করে আসছেন। তবে এবারই প্রথম হাইপ্রোফাইল কাউকে তিনি রক্ত দান করলেন।

এ প্রসঙ্গে সাইফ বলেন, একজন রোগীর জীবন বাঁচাতে রক্ত দিয়েছি। আর উনি যখন এতো বড় একজন মানুষ, তাই অনুভূতির মাত্রাটাও একটু বেশি হওয়াটা স্বাভাবিক। আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন।

প্রসঙ্গত, সাইফ বর্তমানে নতুন একটি ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। সর্বশেষ তার অভিনীত ‘প্রেমের কেন ফাঁসি’ নামে একটি ছবি মুক্তি পেয়েছে।