প্রাণঘাতী করোনার তাণ্ডবে বিপর্যস্ত পুরো বিশ্ব
- আপডেট টাইম : ০৫:৪৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০
- / 84
প্রাণঘাতী করোনার তাণ্ডবে বিপর্যস্ত পুরো বিশ্ব। এর মধ্যে বেশ কিছু দেশে দ্বিতীয়-তৃতীয়বারের মত লকডাউন ঘোষণা করা হয়েছে। আবার অনেক দেশে লকডাউন ঘোষণা করা না হলেও সর্বোচ্চ প্রস্তুতি নেয়ার কথা বলা হয়েছে।
তবে কিছু কিছু দেশ লকডাউনের কথা না বললেও মাস্ক ও হেলমেট ব্যবহারে জোর দিচ্ছে। কয়েক মাস আগে ভারতে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ প্রকল্প চালু হয়। ওই সময় প্রশাসনের পক্ষ থেকে বলা হয় এই করোনা মহামারীতে মারাত্মক পথদুর্ঘটনা ও এ ভাইরাস থেকে বাঁচতে মাস্কের সঙ্গে হেলমেট পরিধান করুন।
এই তো কয়েকদিন আগেই একই কথায় সম্মতি দিয়ে ভারতে কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘করোনায় বাইক-স্কুটার চালানোর সময় মাস্ক ও হেলমেট পরুন। তাহলে এক কাজে দুই কাজ হয়ে যাবে। এক্সিডেন্টের ঝুঁকিও কমবে, কমবে দুর্ঘটনাও।
মুখ্যমন্ত্রীর ভাষ্য, করোনা পরিস্থিতিতে বাইক চালানোর সময়ে আরও বেশি করে সতর্ক থাকতে হবে। করোনার সময় এখন হেলমেটের সঙ্গে মাস্কও পরতে হবে।
একই অনুষ্ঠানে কলকাতার বিধান নগর পুলিশ কমিশনারের সিপি এল এন মিনা বলেন, করোনাকালীন সময়ে সবাইকে অনুরোধ করবো হেলমেট পরে থাকুন, হেলমেট পরে গাড়ি চালান। এতে আপনিও দুর্ঘটনা থেকে বাঁচবেন, সঙ্গে রক্ষা পাবেন করোনা থেকেও।
নিউজ লাইট ৭১