ঢাকা ১১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

পালক পিতা জানায় সে একজন বীরাঙ্গনার সন্তান

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:৪৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০
  • / 89

বিদেশের মাটিতে বেড়ে ওঠে মুক্তি। জন্মের ৪৮ বছর বয়সে পালক পিতা জানায় সে একজন বীরাঙ্গনার সন্তান। মা’কে খুঁজতে জন্মভূমি বাংলাদেশে আসে মুক্তি। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়ায় মুক্তি। এরই মাঝে খোঁজ পায় বীরাঙ্গনা রোকেয়ার। একটু একটু করে সে অতীত ইতিহাসের পথে ফিরতে শুরু করে। একসময় জানা যায় রোকেয়াই তার মা। কিন্তু সে সময় আবিস্কৃত হয় রহস্যময় অতীত। এমনই এক গল্পে নাদিয়া আফরিন রেখা নির্মাণ করেছেন ‘জননী জন্মভূমি’ ছবিটি। এ ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন বরেণ্য অভিনয়শিল্পী আনোয়ারা বেগম।

ছবিটি প্রসঙ্গে নিজের অনুভূতি জানিয়ে নাদিয়া বলেন, এটি আমার স্বপ্নের কাজ। এ কাজটির জন্য দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছিলাম। চরিত্র উপযোগী শিল্পী খুঁজছিলাম। অভিনয়শিল্পীরা যার যার চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন। সহকারী পরিচালক মাহফুজ, মোহন, হিমু এবং কৌশিকের জন্য কাজটি সহজ হয়ে গেছে। যত্ন নিয়ে কাজটি করেছি। আশা করি দর্শকের ভালো লাগবে।

রোকেয়া চরিত্রে রূপদান করেছেন আনোয়ারা বেগম। তিনি ভিন্নধর্মী এ চরিত্রে রূপদান প্রসঙ্গে বলেন, করোনাকালে আমি সব ধরনের শুটিং বন্ধ রেখেছিলাম। কিন্তু ‘জননী জন্মভূমি’র চিত্রনাট্য এবং ‘রোকেয়া’ চরিত্রটি আমাকে ভীষণভাবে আকৃষ্ট করে। কেননা, প্রত্যেক শিল্পীরই ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করার ইচ্ছে থাকে; নিজেকে নতুন ভাবে দেখার ইচ্ছে থাকে। সেই নিরীখে সম্পূর্ণ ভিন্ন এক চরিত্রে আমাকে দেখা যাবে। পরিচালকের চেষ্টার কমতি ছিলো না।

এ ছবিতে ‘মুক্তি’ চরিত্রে অভিনয় করেছেন ফারজানা ছবি। তিনি বলেন, এই চরিত্রের মধ্য দিয়ে একজন দর্শক বাংলাদেশ, বাংলার ইতিহাস, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ কিংবা বায়ান্নর ভাষা আন্দোলন দেখতে পাবে। অসাধারণ একটি চরিত্রে কাজ করলাম। পরিচালক নাদিয়া আফরিন চরিত্রটি আমার কাছে এমন ভাবে ব্যাখ্যা করছিলেন, যেনো তিনি চরিত্রের মানুষটিকে দেখতে পাচ্ছেন। আমি শুধু ‘মুক্তি’র অবয়ব দেয়ার চেষ্টা করেছি। পরিচালক অত্যন্ত পরিশ্রম করে কাজটি করেছেন। পুরো ইউনিটের সবার যথেষ্ট ভালোবাসা ছিলো কাজটির প্রতি। নাহয় এমন ব্যাপক, বিস্তৃত কাজ সম্পন্ন করা কঠিন হতো। 

প্রসঙ্গত, এ ছবিতে আনোয়ার ও ফারজানা ছবি বাদে আরও অভিনয় করেছেন মাহমুদ সাজ্জাদ, শেলী আহসান, বড়দা মিঠু, পীরজাদা হারুন, তনামী হক, আয়েশা নাফিসা, শরীফ খান, সায়েম সামাদ, নাসিরুদ্দিন খান, হেলাল মাহমুদ, হিমেল, ঐশী, কাঁকন চৌধুরী, ফারজানা জয়াসহ আরও অনেকে। ঢাকার বিভিন্ন লোকেশনে ছাড়াও গাজীপুর, টাংগাইল, যমুনা নদী, যমুনা ব্রীজ, সাভারের বিভিন্ন লোকেশন ছবিটির শুটিং হয়েছে। বিজয় দিবস উপলক্ষ্যে ছবিটি মুক্তি পেতে পারে বলে জানা গেছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

পালক পিতা জানায় সে একজন বীরাঙ্গনার সন্তান

আপডেট টাইম : ০৫:৪৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০

বিদেশের মাটিতে বেড়ে ওঠে মুক্তি। জন্মের ৪৮ বছর বয়সে পালক পিতা জানায় সে একজন বীরাঙ্গনার সন্তান। মা’কে খুঁজতে জন্মভূমি বাংলাদেশে আসে মুক্তি। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়ায় মুক্তি। এরই মাঝে খোঁজ পায় বীরাঙ্গনা রোকেয়ার। একটু একটু করে সে অতীত ইতিহাসের পথে ফিরতে শুরু করে। একসময় জানা যায় রোকেয়াই তার মা। কিন্তু সে সময় আবিস্কৃত হয় রহস্যময় অতীত। এমনই এক গল্পে নাদিয়া আফরিন রেখা নির্মাণ করেছেন ‘জননী জন্মভূমি’ ছবিটি। এ ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন বরেণ্য অভিনয়শিল্পী আনোয়ারা বেগম।

ছবিটি প্রসঙ্গে নিজের অনুভূতি জানিয়ে নাদিয়া বলেন, এটি আমার স্বপ্নের কাজ। এ কাজটির জন্য দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছিলাম। চরিত্র উপযোগী শিল্পী খুঁজছিলাম। অভিনয়শিল্পীরা যার যার চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন। সহকারী পরিচালক মাহফুজ, মোহন, হিমু এবং কৌশিকের জন্য কাজটি সহজ হয়ে গেছে। যত্ন নিয়ে কাজটি করেছি। আশা করি দর্শকের ভালো লাগবে।

রোকেয়া চরিত্রে রূপদান করেছেন আনোয়ারা বেগম। তিনি ভিন্নধর্মী এ চরিত্রে রূপদান প্রসঙ্গে বলেন, করোনাকালে আমি সব ধরনের শুটিং বন্ধ রেখেছিলাম। কিন্তু ‘জননী জন্মভূমি’র চিত্রনাট্য এবং ‘রোকেয়া’ চরিত্রটি আমাকে ভীষণভাবে আকৃষ্ট করে। কেননা, প্রত্যেক শিল্পীরই ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করার ইচ্ছে থাকে; নিজেকে নতুন ভাবে দেখার ইচ্ছে থাকে। সেই নিরীখে সম্পূর্ণ ভিন্ন এক চরিত্রে আমাকে দেখা যাবে। পরিচালকের চেষ্টার কমতি ছিলো না।

এ ছবিতে ‘মুক্তি’ চরিত্রে অভিনয় করেছেন ফারজানা ছবি। তিনি বলেন, এই চরিত্রের মধ্য দিয়ে একজন দর্শক বাংলাদেশ, বাংলার ইতিহাস, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ কিংবা বায়ান্নর ভাষা আন্দোলন দেখতে পাবে। অসাধারণ একটি চরিত্রে কাজ করলাম। পরিচালক নাদিয়া আফরিন চরিত্রটি আমার কাছে এমন ভাবে ব্যাখ্যা করছিলেন, যেনো তিনি চরিত্রের মানুষটিকে দেখতে পাচ্ছেন। আমি শুধু ‘মুক্তি’র অবয়ব দেয়ার চেষ্টা করেছি। পরিচালক অত্যন্ত পরিশ্রম করে কাজটি করেছেন। পুরো ইউনিটের সবার যথেষ্ট ভালোবাসা ছিলো কাজটির প্রতি। নাহয় এমন ব্যাপক, বিস্তৃত কাজ সম্পন্ন করা কঠিন হতো। 

প্রসঙ্গত, এ ছবিতে আনোয়ার ও ফারজানা ছবি বাদে আরও অভিনয় করেছেন মাহমুদ সাজ্জাদ, শেলী আহসান, বড়দা মিঠু, পীরজাদা হারুন, তনামী হক, আয়েশা নাফিসা, শরীফ খান, সায়েম সামাদ, নাসিরুদ্দিন খান, হেলাল মাহমুদ, হিমেল, ঐশী, কাঁকন চৌধুরী, ফারজানা জয়াসহ আরও অনেকে। ঢাকার বিভিন্ন লোকেশনে ছাড়াও গাজীপুর, টাংগাইল, যমুনা নদী, যমুনা ব্রীজ, সাভারের বিভিন্ন লোকেশন ছবিটির শুটিং হয়েছে। বিজয় দিবস উপলক্ষ্যে ছবিটি মুক্তি পেতে পারে বলে জানা গেছে।

নিউজ লাইট ৭১