ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ডিপজলের কন্যা দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:৪৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০
  • / 79

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের কন্যা ওলিজা মনোয়ার। সম্প্রতি দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন তিনি।  সোমবার (১৬ নভেম্বর) ওলিজার বেবি শাওয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় তার বাবা মনোয়ার হোসেন ডিপজল, মা ও তার স্বামী অর্পণ উপস্থিত ছিলেন।

সবার কাছে দোয়া প্রার্থনা করে ওলিজা বলেন, ‘আলহামদুলিল্লাহ এখন সবকিছু ঠিক আছে। আমি সুস্থ আছি। সবার দোয়া প্রার্থনা করছি।’

ওলিজা ২০১৮ সালের মাঝামাঝি সময় ব্যবসায়ী অর্পণের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। অর্পন-ওলিজার এটি দ্বিতীয় সন্তান। গত বছর এই দম্পতির ঘর আলো করে আসে তাদের প্রথম পুত্রসন্তান।

ওলিজা মনোয়ার লন্ডনে বিজনেস স্টাডিজ নিয়ে পড়াশোনার পাশাপাশি ফিল্ম অ্যান্ড মিডিয়া এবং মেকআপ নিয়ে পড়াশোনা করেছেন। সেখানে একটি সরকারি কলেজে ফিল্ম অ্যান্ড মিডিয়ার উপর শিক্ষকতাও করেন তিনি।

মেকআপম্যান হিসেবে কাজ করার সৌভাগ্য হয়েছে বিশ্বখ্যাত নির্মাতাদের সিনেমায়। টিভি মেকআপ, ফিল্ম মেকআপ, থিয়েটার মোকআপসহ সবগুলো মেকআপে পারদর্শী ওলিজা।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

ডিপজলের কন্যা দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন

আপডেট টাইম : ০৫:৪৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের কন্যা ওলিজা মনোয়ার। সম্প্রতি দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন তিনি।  সোমবার (১৬ নভেম্বর) ওলিজার বেবি শাওয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় তার বাবা মনোয়ার হোসেন ডিপজল, মা ও তার স্বামী অর্পণ উপস্থিত ছিলেন।

সবার কাছে দোয়া প্রার্থনা করে ওলিজা বলেন, ‘আলহামদুলিল্লাহ এখন সবকিছু ঠিক আছে। আমি সুস্থ আছি। সবার দোয়া প্রার্থনা করছি।’

ওলিজা ২০১৮ সালের মাঝামাঝি সময় ব্যবসায়ী অর্পণের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। অর্পন-ওলিজার এটি দ্বিতীয় সন্তান। গত বছর এই দম্পতির ঘর আলো করে আসে তাদের প্রথম পুত্রসন্তান।

ওলিজা মনোয়ার লন্ডনে বিজনেস স্টাডিজ নিয়ে পড়াশোনার পাশাপাশি ফিল্ম অ্যান্ড মিডিয়া এবং মেকআপ নিয়ে পড়াশোনা করেছেন। সেখানে একটি সরকারি কলেজে ফিল্ম অ্যান্ড মিডিয়ার উপর শিক্ষকতাও করেন তিনি।

মেকআপম্যান হিসেবে কাজ করার সৌভাগ্য হয়েছে বিশ্বখ্যাত নির্মাতাদের সিনেমায়। টিভি মেকআপ, ফিল্ম মেকআপ, থিয়েটার মোকআপসহ সবগুলো মেকআপে পারদর্শী ওলিজা।

নিউজ লাইট ৭১