জিদান রিয়ালের হারে হতাশ নন
- আপডেট টাইম : ০৯:২১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০১৯
- / 131
চলতি লা লিগায় রিয়াল মাদ্রিদকে প্রথম হারের স্বাদ দিল মায়োরকা। তুলনামূলক কম শক্তিশালী দলটির মাঠ থেকে হার নিয়ে ফিরলেও হতাশ হচ্ছেন না মাদ্রিদের ক্লাবটির কোচ জিনেদিন জিদান। প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে স্পেনের শীর্ষ লিগের ম্যাচটিতে ১-০ গোলে হারে রিয়াল। খেলার শুরুতেই এগিয়ে যাওয়া মায়োরকার গোলটি আর শোধ করতে পারেনি অতিথি দল।
এই হারে পয়েন্ট টেবিলে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে শীর্ষস্থান হারাতে হয়েছে রিয়ালকে। নয় ম্যাচে কাতালান ক্লাবটির পয়েন্ট ১৯। সমসংখ্যক ম্যাচে রিয়ালের পয়েন্ট ১৮। ধারাবাহিকতার অভাবেই ম্যাচটিতে দলকে হারতে হয়েছে বলে খেলা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান জিদান, “সমস্যাটা হলো যে, প্রতি তিন দিন অন্তর অন্তর আমাদের দেখাতে হয় যে, আমরা ভালো দল। এটা কঠিন। আমরা এটা করতে পারিনি।”
“আমি বলব না আমি হতাশ। কারণ আমি শব্দটা পছন্দ করি না। তবে আমরা এই মৌসুমে কিছু না কিছু জিততে চাই। এ জন্য আমাদের ধারাবাহিকতা দরকার। আমার খারাপ লাগছে যে, আমরা আমাদের চাওয়া মতো ম্যাচটি খেলতে পারিনি।”