‘সরল পাত্র চাই’
- আপডেট টাইম : ০৬:০৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০
- / 108
নিউজ লাইট ৭১ঃ মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা ফারজানা রিক্তা। সম্প্রতি নতুন একটি ধারাবাহিকে কাজ শুরু করেছেন তিনি। এর নাম ‘সরল পাত্র চাই’।
এতে দেখা যাবে, রাস্তার পাশের দেয়ালে সাঁটানো রয়েছে ‘সরল পাত্র চাই’-এর বিজ্ঞাপন। বিভিন্ন অলিগলিতে এমন বিজ্ঞাপন দেখে ফোন করেন ঘটক। ফোনের ওপাশ থেকে ফোন ধরেন ঘষেটি বেগম। মূলত তারই মেয়ে ফারজানা রিক্তা। এরপর ঘটতে থাকে নানা ঘটনা। এভাবেই এগিয়েছে ‘সরল পাত্র চাই’ নামে ধারাবাহিক নাটকের গল্প।
মীর্জা রাকিবের রচনায় সোহেল তালুকদারের পরিচালনায় এই ধারাবাহিকে অভিনেতা শামীম জামানের বিপরীতে অভিনয় করেছেন ফারজানা রিক্তা।
এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, তারেক স্বপন-সামিনা বাশার, চিত্রনায়িকা অরিন-সোহান খান, শফিক খান দিলু, নিলা ইসলাম, শামীম আহমেদ, মিল্টন, শামীমা, কাঞ্চন প্রমুখ।
শামীম জামান বলেন, ‘সরল পাত্র চাই’ কমেডি গল্পের একটি ধারাবাহিক নাটক। কমেডি গল্পের নাটকটি হাস্যরসে ভরপুর। গল্পে কিছু বার্তাও থাকবে। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।
নাটকটি নিয়ে আশাবাদী পরিচালক সোহেল তালুকদার। তিনি বলেন, খুব সুন্দর একটি কাজ হয়েছে। আশা করছি, দর্শকদের মুগ্ধ করতে পারবো। আমার নাটকে সবসময় নতুনত্ব থাকে, এবারো তার ব্যতিক্রম নয়।
এদিকে খুব শিগগির ধারাবাহিকটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার শুরু হবে বলেও জানান পরিচালক।
প্রসঙ্গত, অমিতাভ রেজা পরিচালিত গ্রামীণফোনের একটি বিজ্ঞাপন চিত্রের মাধ্যমে মিডিয়া জগতে পা রাখেন ফারজানা রিক্তা। এরপর থেকে আর থেমে নেই তিনি।