শিরোনাম :
বাগান বাড়িতে বিয়েবার্ষিকী
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৮:৪৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০১৯
- / 125
বলিউডের সবচেয়ে আদর্শ দম্পতি শাহরুখ-গৌরীর আগামী ২৫শে অক্টোবর ২৮তম বিয়েবার্ষিকী। সে উপলক্ষেই স্ত্রীর সঙ্গে একান্তে সময় কাটাতে চাইছেন কিং খান। এ কারণে এরইমধ্যে আলীবাগের বাংলোয় গেছেন তারা। একটি বিলাসবহুল বোটে করে সেই আলীগড়ের বাংলোর দিকে যেতে দেখা গেছে শাহরুখ, গৌরী ও আর তাদের ছেলে আব্রামকে। শাহরুখ খানের আলীবাগের এই বাংলোটি সবুজে ঘেরা। এটার দাম এখন প্রায় ২০০ কোটি টাকা। যেখানে আছে শাহরুখের ব্যক্তিগত জেটি, হেলিপ্যাড ও বিশাল সুইমিংপুল। বিভিন্ন পারিবারিক অনুষ্ঠান ও বিশেষ কোনো আয়োজন থাকলেই এই বাগান বাড়িতে ছুটে যান কিং খান।
Tag :