ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

প্রীতি ফুটবল ম্যাচ দুটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করবে বাফুফে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:২৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০
  • / 95

নিউজ লাইট ৭১ঃ মুজিব বর্ষ ফিফা ইন্টারন্যাশনাল ফুটবল সিরিজ ২০২০ এ নেপালের সাথে বাংলাদেশের প্রীতি ফুটবল ম্যাচ দুটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করবে বাফুফে। রোববার (৮ নভেম্বর) বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিন।

আগামী ১৩ ও ১৭ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুটি প্রীতি ফুটবল ম্যাচ খেলবে বাংলাদেশ ও নেপাল।

সূচি অনুসারে, গত বৃহস্পতিবার সকালে চার্টার্ড ফ্লাইটে করে ঢাকায় পা রাখেন নেপালের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তা মিলিয়ে মোট ৩৫ সদস্যে।
বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর এই প্রথম কোনো বিদেশি দল বাংলাদেশ সফরে এলো।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলোকে সামনে রেখে গত ৩১ অক্টোবর থেকে প্রস্তুতি শুরু করে নেপাল। তার আগেই দলটির ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াডের চার খেলোয়াড় কোভিড-১৯ পজিটিভ হন। এরপর গত মঙ্গলবার তাদের আরও দুই খেলোয়াড়ের করোনা শনাক্ত হয়।

করোনাভাইরাসের কারণে গত মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের ফুটবল। ঘরোয়া ফুটবলের ২০১৯-২০ মৌসুম বাতিল হওয়ার পর নতুন মৌসুম এখনও শুরু হয়নি। অর্থাৎ নেপালের বিপক্ষে ম্যাচ দিয়েই লম্বা সময় পর মাঠে গড়াচ্ছে খেলা।

Tag :

শেয়ার করুন

প্রীতি ফুটবল ম্যাচ দুটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করবে বাফুফে

আপডেট টাইম : ০৫:২৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০

নিউজ লাইট ৭১ঃ মুজিব বর্ষ ফিফা ইন্টারন্যাশনাল ফুটবল সিরিজ ২০২০ এ নেপালের সাথে বাংলাদেশের প্রীতি ফুটবল ম্যাচ দুটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করবে বাফুফে। রোববার (৮ নভেম্বর) বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিন।

আগামী ১৩ ও ১৭ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুটি প্রীতি ফুটবল ম্যাচ খেলবে বাংলাদেশ ও নেপাল।

সূচি অনুসারে, গত বৃহস্পতিবার সকালে চার্টার্ড ফ্লাইটে করে ঢাকায় পা রাখেন নেপালের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তা মিলিয়ে মোট ৩৫ সদস্যে।
বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর এই প্রথম কোনো বিদেশি দল বাংলাদেশ সফরে এলো।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলোকে সামনে রেখে গত ৩১ অক্টোবর থেকে প্রস্তুতি শুরু করে নেপাল। তার আগেই দলটির ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াডের চার খেলোয়াড় কোভিড-১৯ পজিটিভ হন। এরপর গত মঙ্গলবার তাদের আরও দুই খেলোয়াড়ের করোনা শনাক্ত হয়।

করোনাভাইরাসের কারণে গত মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের ফুটবল। ঘরোয়া ফুটবলের ২০১৯-২০ মৌসুম বাতিল হওয়ার পর নতুন মৌসুম এখনও শুরু হয়নি। অর্থাৎ নেপালের বিপক্ষে ম্যাচ দিয়েই লম্বা সময় পর মাঠে গড়াচ্ছে খেলা।