ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

পাবনায় সন্ত্রাসী আটক

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৯:৪৬:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯
  • / 135


একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিসহ পাবনার সদর উপজেলায় নাছির উদ্দিন (৫০) নামে অস্ত্রধারী এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)।

আটককৃত নাছির উদ্দিন সদর উপজেলার আতাইকুলা থানার চরহাপানিয়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে সদর উপজেলার আতাইকুলা থানার শ্রীকোল বাজার থেকে অস্ত্র ও গুলিসহ তাকে আটক করা হয়।

র‌্যাব-১২, সিপিসি-২-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (সহকারী পুলিশ সুপার) আমিনুল কবীর তরফদার জানান, র‌্যাবের একটি বিশেষ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে উপজেলার আতাইকুলা এলাকায় অভিযান চালায়। অভিযানে র‌্যাব সদস্যরা আতাইকুলা থানার শ্রীকোল বাজার থেকে নাছির উদ্দিনকে আটক করে। এ সময় তার কাছে থাকা অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব কমান্ডার বলেন, সন্ত্রাসী নাছির উদ্দিন দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র রেখে জনমনে ত্রাস সৃষ্টি করে আসছিল। সে নানাবিধ অপকর্মে লিপ্ত ছিল বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে।

আটকের সত্যতা স্বীকার করে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Tag :

শেয়ার করুন

পাবনায় সন্ত্রাসী আটক

আপডেট টাইম : ০৯:৪৬:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯


একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিসহ পাবনার সদর উপজেলায় নাছির উদ্দিন (৫০) নামে অস্ত্রধারী এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)।

আটককৃত নাছির উদ্দিন সদর উপজেলার আতাইকুলা থানার চরহাপানিয়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে সদর উপজেলার আতাইকুলা থানার শ্রীকোল বাজার থেকে অস্ত্র ও গুলিসহ তাকে আটক করা হয়।

র‌্যাব-১২, সিপিসি-২-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (সহকারী পুলিশ সুপার) আমিনুল কবীর তরফদার জানান, র‌্যাবের একটি বিশেষ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে উপজেলার আতাইকুলা এলাকায় অভিযান চালায়। অভিযানে র‌্যাব সদস্যরা আতাইকুলা থানার শ্রীকোল বাজার থেকে নাছির উদ্দিনকে আটক করে। এ সময় তার কাছে থাকা অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব কমান্ডার বলেন, সন্ত্রাসী নাছির উদ্দিন দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র রেখে জনমনে ত্রাস সৃষ্টি করে আসছিল। সে নানাবিধ অপকর্মে লিপ্ত ছিল বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে।

আটকের সত্যতা স্বীকার করে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।