গড়ে তোলা হচ্ছে বঙ্গবন্ধু ফিল্ম সিটি
- আপডেট টাইম : ০৯:৪২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯
- / 90
গাজীপুরে ১০৫ একর জমির ওপর বঙ্গবন্ধু ফিল্ম সিটিকে বিশ্বমানের করে গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শুক্রবার গাজীপুর জেলার কালিয়াকৈরের কবিরপুরে বঙ্গবন্ধু ফিল্ম সিটি পরিদর্শন শেষে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। এর আগে তথ্যমন্ত্রী সকালে জাতির পিতা বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে দলীয় নেতাদের সঙ্গে তার কবর জিয়ারত করেন।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু ফিল্ম সিটিকে বিশ্বমানের করে গড়ে তুলতে কাজ করছি আমরা। ১০৫ একর জমির ওপর গড়ে ওঠা বঙ্গবন্ধু ফিল্ম সিটির প্রাথমিক কাজ প্রায় সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর নির্মাণাধীন চলচ্চিত্রের পরিচালক শ্যাম বেনেগাল বঙ্গবন্ধু ফিল্ম সিটি পরিদর্শন করে গেছেন উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘তার ইচ্ছা আছে এই চলচ্চিত্রের কিছু অংশের শুটিং এখানে হতে পারে।’