দল বিব্রত হয় এমন কাজ না করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান।
- আপডেট টাইম : ০৫:৩০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০
- / 90
৭১: দল বিব্রত হয় এমন কাজ না করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর মানিক মিয়া এভিনিউতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় হানিফ আরো বলেন, অন্যায়ের ক্ষেত্রে কে সংসদ সদস্য (এমপি), কে এমপিপুত্র তা বিবেচনা করবে না সরকার। যেকোন অন্যায়কে কঠোরভাবে দমন করা হবে। কারণ সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করতে বদ্ধ পরিকর।
উল্লেখ্য, রোববার (২৫ অক্টোবর) রাতে ঢাকা-৭ আসনের এমপি হাজী মোহাম্মদ সেলিমের ‘সংসদ সদস্য’ লেখা সরকারি গাড়ি থেকে নেমে নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খানকে মারধর করা হয়। এ ঘটনায় হাজী মোহাম্মদ সেলিমের ছেলে ও ওয়ার্ড কাউন্সিলর এরফান সেলিমকে নিজ বাসা থেকে গ্রেফতার করে র্যাব। এ সময় অনুমোদনবিহীন এয়ারগান, গুলি হাতকড়া, দশ ক্যান বিয়ার সংরক্ষণের অপরাধে র্যাবের সারোয়ার আলমের ভ্রাম্যমাণ আদালত পৃথকভাবে ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদুল ইসলামকে এক বছর করে কারাদণ্ড দেয়।