শিরোনাম :
বিডিবিএল ভবনে আগুন।
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৬:৩৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০
- / 82
৭১: রাজধানী ঢাকার কারওয়ানবাজারে বিডিবিএল ভবনে আগুন লাগার ১ ঘণ্টা পর তা নিয়ন্ত্রণে এসেছে।
রোববার (২৫ অক্টোবর) সকালে পৌনে ৭টার দিকে আগুন লাগার ঘটনা ঘটলে পৌনে আটটার দিকে তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা ডিউটি অফিসার মাহফুজ আহমেদ গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পাঁচটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় এদিন সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহফুজ আহমেদ জানান, রোববার সকাল ৭টার দিকে ভবনটির টপ ফ্লোরে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
এদিকে আগুন লাগার কারণ ও হতাহতের পরিমাণ এখনও জানা যায়নি।
Tag :