বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনালে মাহমুদুল্লাহ।
- আপডেট টাইম : ০৬:২২:২৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০
- / 86
৭১: বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনালে মাহমুদুল্লাহ একাদশকে ১৭৪ রানের টার্গেট দিয়েছে নাজমুল একাদশ। টসে হেরে ব্যাট করতে নেমে ৪৭ ওভার ১ বলে ১৭৩ রানে অলআউট হয় নাজমুলরা। দলের হয়ে সর্বোচ্চ ৭৫ রান করে ইরফান শুক্কুর। বল হাতে সুমন খান ৫ টি ও রুবেল হোসেন নেন ২ টি করে উইকেট।
মিরপুর শের-ই-বাংলায় দুই দলের ম্যাচটি শুরু হয় দুপুর দেড়টায়। বাংলাদেশ টেলিভিশন ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে। এছাড়া বিসিবির অফিসিয়াল ফেসবুক ও ইউটিউবে ম্যাচটি দেখা যাচ্ছে।
চার ম্যাচে তিনটি জিতে ফাইনালে উঠেছে নাজমুল হোসেন শান্ত একাদশ। অন্যদিকে মাহমুদউল্লাহ চার ম্যাচে দুইটি জিতে উঠে ফাইনালে। নাজমুল হোসেন শান্তর দল পুরো টুর্নামেন্টে দারুণ খেলেছে। ফাইনালেও সেই ধারাবাহিকতা ধরে রেখে ম্যাচটি উপভোগ করতে মুখিয়ে আছেন।
নাজমুল বলেন, ‘ভালো লাগছে এরকম একটা টুর্নামেন্টে ফাইনাল খেলতে পেরে। আমরা সবাই এ টুর্নামেন্ট অনেক উপভোগ করেছি। আশা করছি ফাইনালেও ভালো কিছুই হবে।’ ভাগ্যের জোরে ফাইনালে উঠেলেও শেষটা রাঙাতে চান মাহমুদউল্লাহ,‘ফরচুনেটলি আমরা ফাইনাল খেলছি। একদিক থেকে ভালো লাগছে কারণ অনেক দিন পরে আমরা একটা টুর্নামেন্টের ফাইনাল খেলছি।
বিসিবির উদ্যোগে আমরা সবাই ভালো একটা টুর্নামেন্ট খেলছি এবং সেটার ফাইনাল খেলতে পারছি। আমরা সবাই মুখিয়ে আছি, ভালো ফাইনাল যেন খেলতে পারি।’
লিগপর্বে দুইবার নাজমুল একাদশের বিপক্ষে হেরেছে মাহমুদউল্লাহরা। এবার প্রতিশোধ নেয়ার মোক্ষম সময়।