ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ধর্ষণ থেকে রক্ষা পেলেন গৃহবধূ।

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৩৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০
  • / 111

৭১: বগুড়ার ধুনটে ফাকা বাড়িতে গৃহবধূকে পেয়ে ধর্ষণের চেষ্টা করে বখাটে জাহাঙ্গীর নামে এক ব্যক্তি। এমন সময় জীবন বাঁচাতে বটি দিয়ে বখাটে জাহাঙ্গীরকে কুপিয়ে যখম করে গৃহবধূ। এ সময় বটি কেড়ে গৃহবধূর কুপিয়ে আহত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বখাটে জাহাঙ্গীর।

বখাটে জাহাঙ্গীর উপজেলার মথুরাপুর ইউনিয়নের অলোয়া গ্রামের বাসিন্দা। বর্তমানে আহত গৃহবধূ ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বখাটে জাহাঙ্গীর আলম বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, দুই সন্তানের মা ওই গৃহবধূর স্বামীর সঙ্গে দীর্ঘদিন ধরে বনিবনা না হওয়ায় নিজ বাড়িতে বসবাস করেন। একই গ্রামের জাহাঙ্গীর আলমের সঙ্গে তার দীর্ঘদিন ধরে পরিচয় রয়েছে। পরিচয়ের সূত্র ধরে জাহাঙ্গীর মেয়েটির বাড়িতে অবাধে যাতায়াত করেন। জাহাঙ্গীর আলমের সঙ্গে মেয়েটির আর্থিক লেনদেনের সম্পর্ক রয়েছে।

এ অবস্থায় গতকাল শুক্রবার রাত ৮টার দিকে ওই গৃহবধূ বাড়িতে গৃহস্থলী কাজ করছিলেন। এ সময় বাড়িতে অন্য কেউ ছিল না। এ সুযোগে জাহাঙ্গীর আলম মেয়েটির বাড়িতে যান। ঘরের ভেতর দুজনের কথাবার্তার এক পর্যায়ে জাহাঙ্গীর আলম তাকে ধর্ষণের চেষ্টা করেন।

ভুক্তভোগী ওই গৃহবধূ ধর্ষণের হাত থেকে রক্ষা পেতে জাহাঙ্গীর আলমকে বটি দিয়ে কোপাতে থাকেন। এ সময় মেয়েটির ওপরও পাল্টা আক্রমণ চালান জাহাঙ্গীর। গৃহবধূর চিৎকারে প্রতিবেশী লোকজন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তাকে কুপিয়ে আহত করে জাহাঙ্গীর পালিয়ে যান। এ ঘটনায় গৃহবধূর পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, সংবাদ পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়েটির চিকিৎসার খোঁজ-খবর নেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

শেয়ার করুন

ধর্ষণ থেকে রক্ষা পেলেন গৃহবধূ।

আপডেট টাইম : ০৬:৩৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০

৭১: বগুড়ার ধুনটে ফাকা বাড়িতে গৃহবধূকে পেয়ে ধর্ষণের চেষ্টা করে বখাটে জাহাঙ্গীর নামে এক ব্যক্তি। এমন সময় জীবন বাঁচাতে বটি দিয়ে বখাটে জাহাঙ্গীরকে কুপিয়ে যখম করে গৃহবধূ। এ সময় বটি কেড়ে গৃহবধূর কুপিয়ে আহত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বখাটে জাহাঙ্গীর।

বখাটে জাহাঙ্গীর উপজেলার মথুরাপুর ইউনিয়নের অলোয়া গ্রামের বাসিন্দা। বর্তমানে আহত গৃহবধূ ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বখাটে জাহাঙ্গীর আলম বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, দুই সন্তানের মা ওই গৃহবধূর স্বামীর সঙ্গে দীর্ঘদিন ধরে বনিবনা না হওয়ায় নিজ বাড়িতে বসবাস করেন। একই গ্রামের জাহাঙ্গীর আলমের সঙ্গে তার দীর্ঘদিন ধরে পরিচয় রয়েছে। পরিচয়ের সূত্র ধরে জাহাঙ্গীর মেয়েটির বাড়িতে অবাধে যাতায়াত করেন। জাহাঙ্গীর আলমের সঙ্গে মেয়েটির আর্থিক লেনদেনের সম্পর্ক রয়েছে।

এ অবস্থায় গতকাল শুক্রবার রাত ৮টার দিকে ওই গৃহবধূ বাড়িতে গৃহস্থলী কাজ করছিলেন। এ সময় বাড়িতে অন্য কেউ ছিল না। এ সুযোগে জাহাঙ্গীর আলম মেয়েটির বাড়িতে যান। ঘরের ভেতর দুজনের কথাবার্তার এক পর্যায়ে জাহাঙ্গীর আলম তাকে ধর্ষণের চেষ্টা করেন।

ভুক্তভোগী ওই গৃহবধূ ধর্ষণের হাত থেকে রক্ষা পেতে জাহাঙ্গীর আলমকে বটি দিয়ে কোপাতে থাকেন। এ সময় মেয়েটির ওপরও পাল্টা আক্রমণ চালান জাহাঙ্গীর। গৃহবধূর চিৎকারে প্রতিবেশী লোকজন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তাকে কুপিয়ে আহত করে জাহাঙ্গীর পালিয়ে যান। এ ঘটনায় গৃহবধূর পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, সংবাদ পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়েটির চিকিৎসার খোঁজ-খবর নেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।