যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক আড়ালে
- আপডেট টাইম : ০৮:২৪:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯
- / 123
যুবলীগের বর্তমান চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী আত্নগোপনে রয়েছেন। কয়েকদিন ধরে নিজ বাসায় স্বেচ্ছায় গৃহবন্দি থাকার পর এবার আড়াল হয়েছেন তিনি।
জানা গেছে, সম্প্রতি যুবলীগের প্রাণভোমড়া হিসেবে পরিচিত ঢাকা মহানগর উত্তরের সদ্য বহিস্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, সাংগঠনিক সম্পাদক খালেদ হোসেন ভুঁইয়া গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে উঠে আসে তার নাম। এরপর থেকে বহুদিন গৃহবন্দি থাকার পর স্বেচ্ছায় আড়াল হয়েছেন তিনি।
এর আগে, বাংলাদেশ আওয়ামীলীগের অঙ্গ সহযোগি এবং ভ্রাতৃপ্রতীম সংগঠনের মধ্যে সবেচেয়ে সুসংগঠিত হিসেবে পরিচিত ছিল যুবলীগ। যে কোন সমাবেশ বা কর্মসূচীতে তাদের প্রাধান্যই ছিল চোখে পড়ার মত। যুবলীগকে মনে করা হত, সবচেয়ে সুসংগঠিত এবং সুশৃঙ্খল সংগঠন। তবে সাম্প্রতিক সময় শুদ্ধি অভিযানে লণ্ডভণ্ড হয়ে পড়েছে যুবলীগ।
এরপর থেকে এই দলের অনেকেই আছেন আত্মগোপনে। জানা গেছে, দলের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী দলীয় কর্মকাণ্ড থেকে নিজেকে গুটিয়ে রেখেছেন। তবে একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, দলের সভাপতি শেখ হাসিনার নির্দেশেই দলীয় কর্মকাণ্ড থেকে নিজেকে গুটিয়ে রেখেছেন ওমর ফারুক চৌধুরী।
এদিকে গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) আওয়ামী লীগের প্রেসিডিয়ামের বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে পরস্পর পরস্পরকে দোষারোপ করেন। এতেই দলের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে অনেকেই অনাস্থা জ্ঞাপন করেন।
প্রসঙ্গত, তিনবছর মেয়াদের যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক সাত বছর পেরিয়েও ক্ষমতায় ছিলেন। গত ১০ বছর তার একক কর্তৃত্বে দল পরিচালিত হতো।