৭ কেজি ৮৮৮ গ্রাম সোনার বার জব্দ।
- আপডেট টাইম : ০৫:৫৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০
- / 115
৭১: হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্য প্রাচ্যের দেশ আরব আমিরাতের আবুধাবি থেকে আসা একটি ফ্লাইটে তল্লাশি চালিয়ে ৬৮টি সোনার বার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে এ সোনার বার জব্দ করা হয় বলে জানা গেছে।
জব্দকৃত সোনার ওজন ৭ কেজি ৮৮৮ গ্রাম। যার বাজারমূল্য আনুমানিক ৪ কোটি ৭৩ লাখ টাকা।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর সূত্র জানায়, অধিদফতরের মহাপরিচালকের কাছে আসা এক গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকেন। এরপর সকাল ১০টা ২০ মিনিটে আবুধাবি থেকে আসা বিজি-০২৮ ফ্লাইটে তল্লাশি চালিয়ে সিটের নিচে অভিনব উপায়ে লুকিয়ে রাখা ৬৮টি সোনার বার পাওয়া যায়।
সূত্রটি আরো জানায়, জব্দকৃত সোনার বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে। এ বিষয়ে একটি মামলার প্রস্ততি চলছে।