সীমান্তে গোলাগুলি বিএসএফ সদস্যের নিহত
- আপডেট টাইম : ০৯:২৭:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯
- / 112
ভারত-বাংলাদেশ সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বিএসএফের একজন সদস্য নিহত হয়েছেন বলে ভারতীয় মিডিয়ায় খবর বের হয়েছে। তবে রাজশাহী জেলা বিজিবির কমান্ডিং অফিসার লেফটেনেন্ট কর্নেল ফেরদৌস মাহমুদ বিবিসিকে জানিয়েছেন, বিএসএফের সৈন্য নিহত হবার কোন তথ্য প্রমাণ পায়নি বিজিবি। তিনি বিবিসিকে বলেন, দুই দেশের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিএসএফ দাবি করেছে তাদের একজন সৈন্য নিহত হয়েছে। কিন্তু আমরা এর কোন তথ্য প্রমাণ পাইনি। এখন দুই দেশই বিষয়টি নিয়ে তদন্ত করে উর্ধতন কর্তৃপক্ষকে জানাবে। সীমান্তে কোন উত্তেজনা নেই জানিয়ে তিনি বলেছেন, বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে।
ওদিকে, হিন্দুস্তান টাইমসের এক খবরে বলা হয়েছে, বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-এর সঙ্গে গোলাগুলির ঘটনায় এক কনস্টেবল নিহতের দাবি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এছাড়া, আহত হয়েছে অপর এক বিএসএফ সদস্য।