ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

গার্লফ্রেন্ডের কাছে নিজেকে পুলিশ প্রমাণ করতে গিয়ে ধরা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:০৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০
  • / 75

৭১: গাজীপুরের শ্রীপুর উপজেলায় গার্লফ্রেন্ডের কাছে নিজেকে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার প্রমাণ করতে গিয়ে এক যুবক আটক হয়েছেন।

মাওনা চৌরাস্তা হাইওয়ে পুলিশ বক্স থেকে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে তাকে আটক করা হয়। তাকে শ্রীপুর থানায় দেয়া হয়েছে। শ্রীপুর থানায় তার বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছে।

মাওনা হাইওয়ে থানার ওসি এআরএম আল মামুন বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, কাউসার নিজেকে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার পরিচয় দিয়ে এক তরুণীর সঙ্গে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে নিজেকে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার প্রমাণের জন্য মাওনা এলাকায় পুলিশ বক্সে যান তরুণীকে সঙ্গে নিয়ে।

ওসি বলেন, কাউসারের কথাবার্তা সন্দেহজনক হলে জিজ্ঞাসাবাদে প্রকৃত পরিচয় মেলে। প্রতারণা ধরা পড়ার সঙ্গে সঙ্গে তার সঙ্গী তরুণী কৌশলে কেটে পড়েন। কাউসারের বিরুদ্ধে ব্রাক্ষ্মণবাড়িয়া থানায় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে মামলা রয়েছে। আটক মো. কাউসার (২৮) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজিদপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে।

Tag :

শেয়ার করুন

গার্লফ্রেন্ডের কাছে নিজেকে পুলিশ প্রমাণ করতে গিয়ে ধরা

আপডেট টাইম : ০৬:০৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০

৭১: গাজীপুরের শ্রীপুর উপজেলায় গার্লফ্রেন্ডের কাছে নিজেকে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার প্রমাণ করতে গিয়ে এক যুবক আটক হয়েছেন।

মাওনা চৌরাস্তা হাইওয়ে পুলিশ বক্স থেকে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে তাকে আটক করা হয়। তাকে শ্রীপুর থানায় দেয়া হয়েছে। শ্রীপুর থানায় তার বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছে।

মাওনা হাইওয়ে থানার ওসি এআরএম আল মামুন বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, কাউসার নিজেকে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার পরিচয় দিয়ে এক তরুণীর সঙ্গে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে নিজেকে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার প্রমাণের জন্য মাওনা এলাকায় পুলিশ বক্সে যান তরুণীকে সঙ্গে নিয়ে।

ওসি বলেন, কাউসারের কথাবার্তা সন্দেহজনক হলে জিজ্ঞাসাবাদে প্রকৃত পরিচয় মেলে। প্রতারণা ধরা পড়ার সঙ্গে সঙ্গে তার সঙ্গী তরুণী কৌশলে কেটে পড়েন। কাউসারের বিরুদ্ধে ব্রাক্ষ্মণবাড়িয়া থানায় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে মামলা রয়েছে। আটক মো. কাউসার (২৮) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজিদপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে।