ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

অভিনেত্রীর গাড়ি কেনার পেছনে দুই পরিচালকের টাকা!

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:০৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০
  • / 105

৭১: বড় ও ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু। সম্প্রতি একটি গাড়ি কিনেছেন তিনি। আর এ গাড়ি কেনার পর প্রকাশ পেয়েছে দারুণ এক চাঞ্চল্যকর তথ্য।

জানা গেছে, দুই পরিচালকের মোটা অংকের টাকায় গাড়ি কিনেছেন তিনি। সম্প্রতি এ নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী মনিরা মিঠু। জানিয়েছেন, এতো বছর ধরে কাজ করেও একটা গাড়ি কেনা হয়নি তার। এবার সে শখ পূরণ করলেন তিনি।

বললেন, নিজের পারিশ্রমিকের টাকায় গাড়ি কিনে ফেললাম। আলহামদুলিল্লাহ। তবে দুইজন ডিরেক্টরের কাজের সম্মানী দিয়েই এটা সম্ভব হয়েছে।

সম্প্রতি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মনিরা আক্তার মিঠু লিখেছেন, মুহাম্মদ মোস্তফা কামাল রাজ—এই পরিচালক আমার কাজের পারিশ্রমিক কখনো ভেঙে ভেঙে দেননি, কখনো এক লাখ আবার কখনো এক লাখ ৫০ হাজার একসঙ্গে গুছিয়ে দিতেন, যেন আমি গাড়ি কিনতে পারি এবং টাকাটা যেন আমার উপকারে আসে। সত্যিকার অর্থে রাজ আমার একজন গার্ডিয়ানের মতো, আপন ভাইয়ের মতো।

আরেকজন মাবরুর রশিদ বান্নাহ। প্রতি মাসে আমাকে ৩ থেকে ৪টা কাজের সুযোগ করে দিতেন, যা কিনা আমার ভীষণ উপকারে আসতো। বান্নাহর জন্য অনেক অনেক দোয়া আর শুভকামনা রইলো।

মিঠু লিখেন, সত্যি বলতে আমি এত বছর পর একটি গাড়ি কিনতে পেরেছি মূলত এ দুজন পরিচালকের পারিশ্রমিকের কারণে। গাড়ি কেনার পর হাউমাউ করে কেঁদেছি। আমার প্রয়াত ভাই চ্যালেঞ্জারও ঠিক এমনভাবে কেঁদেছিলেন।

সত্যি এখন খুব মনে পড়ছে আমার ভাইয়ের সেদিনের কান্না। এই গাড়ির জন্য জীবনে অনেক অনেক দিন বিভিন্ন বিপদের সম্মুখীন হয়েছি, অপমানিত হয়েছি, লজ্জা পেয়েছি। আমার সব পরিচালকের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Tag :

শেয়ার করুন

অভিনেত্রীর গাড়ি কেনার পেছনে দুই পরিচালকের টাকা!

আপডেট টাইম : ০৬:০৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০

৭১: বড় ও ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু। সম্প্রতি একটি গাড়ি কিনেছেন তিনি। আর এ গাড়ি কেনার পর প্রকাশ পেয়েছে দারুণ এক চাঞ্চল্যকর তথ্য।

জানা গেছে, দুই পরিচালকের মোটা অংকের টাকায় গাড়ি কিনেছেন তিনি। সম্প্রতি এ নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী মনিরা মিঠু। জানিয়েছেন, এতো বছর ধরে কাজ করেও একটা গাড়ি কেনা হয়নি তার। এবার সে শখ পূরণ করলেন তিনি।

বললেন, নিজের পারিশ্রমিকের টাকায় গাড়ি কিনে ফেললাম। আলহামদুলিল্লাহ। তবে দুইজন ডিরেক্টরের কাজের সম্মানী দিয়েই এটা সম্ভব হয়েছে।

সম্প্রতি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মনিরা আক্তার মিঠু লিখেছেন, মুহাম্মদ মোস্তফা কামাল রাজ—এই পরিচালক আমার কাজের পারিশ্রমিক কখনো ভেঙে ভেঙে দেননি, কখনো এক লাখ আবার কখনো এক লাখ ৫০ হাজার একসঙ্গে গুছিয়ে দিতেন, যেন আমি গাড়ি কিনতে পারি এবং টাকাটা যেন আমার উপকারে আসে। সত্যিকার অর্থে রাজ আমার একজন গার্ডিয়ানের মতো, আপন ভাইয়ের মতো।

আরেকজন মাবরুর রশিদ বান্নাহ। প্রতি মাসে আমাকে ৩ থেকে ৪টা কাজের সুযোগ করে দিতেন, যা কিনা আমার ভীষণ উপকারে আসতো। বান্নাহর জন্য অনেক অনেক দোয়া আর শুভকামনা রইলো।

মিঠু লিখেন, সত্যি বলতে আমি এত বছর পর একটি গাড়ি কিনতে পেরেছি মূলত এ দুজন পরিচালকের পারিশ্রমিকের কারণে। গাড়ি কেনার পর হাউমাউ করে কেঁদেছি। আমার প্রয়াত ভাই চ্যালেঞ্জারও ঠিক এমনভাবে কেঁদেছিলেন।

সত্যি এখন খুব মনে পড়ছে আমার ভাইয়ের সেদিনের কান্না। এই গাড়ির জন্য জীবনে অনেক অনেক দিন বিভিন্ন বিপদের সম্মুখীন হয়েছি, অপমানিত হয়েছি, লজ্জা পেয়েছি। আমার সব পরিচালকের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।