শিরোনাম :
মদিনাতে সড়ক দুর্ঘটনা
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ১১:০৩:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯
- / 149
সৌদি আরবের মদিনাতে সড়ক দুর্ঘটনায় ৩৫ জন বাসিন্দা নিহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার একটি বাস ও একটি ভারী কারের সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। নিহতরা সবাই ওই বাসের যাত্রী ছিলেন। এসময় আহত হয়েছেন আরও অন্তত চারজন। সৌদিভিত্তিক সংবাদসংস্থা এসপিএ নিউজ এজেন্সী এ তথ্য দিয়েছে।
মদিনার প্রাদেশিক পুলিশের একজন মুখপাত্র জানান, নিহতদের অধিকাংশই এশিয়া ও আরবের নাগরিক ছিলেন। প্রদেশের আল-আখাল সেন্টারে যাত্রীবাহী বাসটি দ্রুতগামী একটি ভারী কারের সঙ্গে ধাক্কা খাওয়ার ফলে বাসটিতে দ্রুত আগুন ধরে যায়।
আহত চারজনকে মদিনার আল হামনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের ওই মুখপাত্র। দুর্ঘটনাটি সম্পর্কে বিস্তারিত আর কিছু জানা যায় নি এখন পর্যন্ত। তবে, পুলিশ জানিয়েছে, তারা এ বিষয়ে তদন্ত শুরু করেছেন।
Tag :