আজ থেকে প্রেসিডেন্টস কাপ
- আপডেট টাইম : ০৫:১১:৩০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০
- / 84
৭১: আন্তর্জাতিক সিরিজ বা টুর্নামেন্ট নয় এটি। বিপিএলের মতো জমজমাট ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টও নয়। তবু গতকাল তামিম, মাহমুদউল্লাহ ও নাজমুল একাদশ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রস্তুতি নিয়েছে অন্যরকম এক ‘সিরিজের’ রোমাঞ্চে।
বিসিবি প্রেসিডেন্টস কাপ নামের তিন দলের এই প্রতিযোগিতাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ‘টেস্ট কেস’ বা করোনাকালের পরীক্ষামূলক সিরিজ বললেও একে আকর্ষণীয় করে তোলার সব চেষ্টাই তারা করছে।
প্রথম ম্যাচে মাহমুদউল্লাহ একাদশের বিপক্ষে মাঠে নামবে নাজমুল একাদম। মিরপুরে ম্যাচটি শুরু হবে দুপুর ১টা ৩০মিনিটে। তিনদলীয় সিরিজটি আয়োজনে কোনো পৃষ্ঠপোষক না নিলেও খেলোয়াড়দের আর্থিকভাবে অনুপ্রাণিত করতে চ্যাম্পিয়ন-রানার্সআপ দলের জন্য ১৫ লাখ টাকার প্রাইজমানি রাখছে বিসিবি।
থাকছে ম্যাচসেরা, টুর্নামেন্টসেরা, সেরা ব্যাটসম্যান কিংবা সেরা বোলারের জন্য আলাদা আর্থিক পুরস্কার। সব মিলিয়ে ২৫-৩০ লাখ টাকার পুরস্কার রাখা হচ্ছে খেলোয়াড়দের জন্য। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী কাল প্রথম আলোকে বলেছেন, ‘এটা যেহেতু আমাদের পরীক্ষামূলক সিরিজ, আসল প্রতিদ্বন্দ্বিতামূলক সিরিজের মতো হবে না।
একেবারে প্রস্তুতি ম্যাচের মতো যেনো না হয় তাই এটিকে আকর্ষণীয় ও প্রতিদ্বন্দ্বিতামূলক করতে আমাদের কিছু উদ্যোগ থাকছে। আমরা খেলোয়াড়দের আর্থিকভাবে অনুপ্রাণিত করতে চাই।’
চার দিনের বিরতির পর ফের জৈব সুরক্ষাবলয় চালু করতে খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তা, দলের সহকারী, টিম বাসের চালক, সহকারী, হোটেল সোনারগাঁওয়ের কর্মীসহ মোট ১২৬ জনের করোনা পরীক্ষা হয়েছে। এত দিন সুরক্ষাবলয়ে ছিলেন ২৭ ক্রিকেটার। তিন দল মিলিয়ে সেটি দাঁড়াচ্ছে ৪৫ জনে।
সব মিলিয়ে গতকাল হোটেল সোনারগাঁওয়ের সুরক্ষাবলয়ে ঢুকছেন ৬৩ জন। তিন দলই গতকাল সকাল-বিকেল মিলিয়ে অনুশীলন করেছে মিরপুরে। স্বাভাবিকভাবেই এবার বিসিবির চ্যালেঞ্জটা অনেক বড়।
তবে এই চ্যালেঞ্জ উতরে যেতে আশাবাদী বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী, ‘কেউ পজেটিভ হলে চ্যালেঞ্জটা বেড়ে যায়। এখন পর্যন্ত যেহেতু পজেটিভ হয়নি তাই আমরা বেশ ভালো অবস্থায় আছি।’
তিন দলের জন্য আলাদা কোচিং স্টাফ ঠিক করে দিয়েছে বিসিবি। মাহমুদউল্লাহ একাদশের প্রধান কোচ ওটিস গিবসন, ম্যানেজার নাসির আহমেদ, সহকারী কোচ সাইফুল ইসলাম, ফিজিও জুলিয়ান কালেফাতো ও ট্রেনার নিকোলাস লি।
তামিম একাদশের প্রধান কোচ রায়ান কুক, ম্যানেজার সাব্বির খান, সহকারী কোচ মিজানুর রহমান, ফিজিও বায়েজিদুল ইসলাম ও ট্রেনার ইফতেখারুল ইসলাম। নাজমুল একাদশের প্রধান কোচ আপাতত জাফরুল এহসান, ম্যানেজার জামাল উদ্দিন, সহকারী কোচ গোলাম মুর্তজা, ফিজিও খাদেমুল ইসলাম ও ট্রেনার তুষার কান্তি হাওলাদার।
এইচপির নতুন কোচ টবি র?্যাডফোর্ডের ঢাকায় আসার কথা আজ ভোরে। তাঁর কোয়ারেন্টিন সময় সাত দিনের জায়গায় পাঁচ দিন করতে বিসিবি এরই মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরকে অনুরোধ করেছে। কোয়ারেন্টিন সময় পেরিয়ে কাজে যোগ দিলে নাজমুল একাদশের প্রধান কোচ হবেন র?্যাডফোর্ডই।
সিরিজে বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর ভূমিকা নিয়ে নিজাম উদ্দিন চৌধুরী বললেন, ‘তিনি ম্যাচ কিংবা টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচন বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেবেন। টেকনিক্যাল এক্সপার্ট হিসেবে তিন দলের ওপর সমান নজর রাখবেন তিনি।’