শিরোনাম :
এই প্রথম বাবা হলেন ক্রিকেটার মিরাজ
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০১:২৬:০৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০
- / 77
৭১: এই প্রথম বাবা হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। তার স্ত্রী রাবেয়া আক্তার প্রীতির কোল জুড়ে এসেছে এক পুত্র সন্তান।
শনিবার (১০ অক্টোবর) সকালে মিরাজ নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি তার ভ্যারিফাইডে পেজে জানান, আজ সকাল ১০টায় পুত্র সন্তানের বাবা হয়েছেন।
মিরাজ লেখেন, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আনন্দের সহিত জানাচ্ছি যে, আজ আনুমানিক সকাল ১০টার সময় আমি পুত্র সন্তানের বাবা হয়েছি। আমার প্রথম সন্তানের জন্য সবাই দোয়া করবেন। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের।
এদিকে গত বছর ২১ মার্চ পাঁচ বছরের প্রেমের ইতি টেনে পরিণয়ে জড়ান এ দম্পতি। রাবেয়া আক্তার প্রীতির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বাংলাদেশ দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
Tag :