শিরোনাম :
ধর্ষণের মিথ্যা মামলা: বাদীর ৫ বছরের কারাদণ্ড
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৬:১৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০
- / 88
৭১: জয়পুরহাটে ধর্ষণের মিথ্যা করার দায়ে মামলার বাদী মুন্নুজান বিবিকে ৫ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
একইসঙ্গে মারুফ হোসেনসহ চারজনকে ওই মামলা থেকে অব্যাহতির আদেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মোহাম্মদ রুস্তম আলী এ রায় দেন।
পহেলা ফেব্রুয়ারি একই গ্রামের মারুফসহ চারজন যুবক অষ্টম শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করে।
পরদিন শিশুটির মা জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা করলে বিচারক পুলিশকে মামলার তদন্ত করার নির্দেশ দেন।
পরে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে এই মামলার আসামিদের শাস্তি দিতেই এমন মিথ্যা মামলা করা হয়েছে।
ধর্ষণের এমন মিথ্যা মামলা করায় মুন্নুজান বিবিকে ৫ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
Tag :