‘শরীরের বিশেষ অঙ্গ নিয়ে মন্তব্য করা ছেলেটিও আজ ধর্ষণের বিচার চাইছে’
- আপডেট টাইম : ০৬:০০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০
- / 98
৭১: শোবিজ অঙ্গনের তারকাদের অসংখ্য ভক্ত অনুরাগী থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয় তারকাকে অনুসরণ করে থাকেন ভক্তরা। ছবি কিংবা কোনো পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে ভক্তদের হাজারো লাইক-কমেন্টস ভিড় জমে টাইমলাইনে।
পাশাপাশি কু-রুচির কিছু মানুষ নোংরা মন্তব্য করে থাকে। এ নিয়ে প্রায়ই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়ে থাকেন শিল্পীরা। এবার নোংরা মন্তব্য করা ছেলেটিও আজ ধর্ষণের প্রতিবাদ করছে। যা প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন অভিনেত্রী শবনম ফারিয়া।
নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠেছে। এ নিয়ে প্রতিবাদ করেছেন সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বাদ পড়েনি অভিনেত্রী ফারিয়ার ছবিতে নোংরা মন্তব্য করা ছেলেটিও। এ তথ্য শবনম ফারিয়া নিজেই জানিয়েছেন।
এক স্ট্যাটাসে শবনম ফারিয়া লিখেছেন—একটি ছেলে আমার শরীরের কোনো একটি অঙ্গ নিয়ে নোংরা কমেন্ট করেছে। কিন্তু সেও আজ ধর্ষণের বিচার চাইছে! পটেনসিয়াল ভার্চুয়াল রেপিস্টদের এরকম পরিবর্তন প্রশংসনীয়।
এর আগে শবনম ফারিয়া নোংরা মন্তব্য নিয়ে ফেসবুক লাইভে এসে প্রতিবাদ জানিয়ে নিজেই সমালোচনার জন্ম দিয়েছিলেন।