শিরোনাম :
মেক্সিকোতে বারে সহিংসতায় ১১ জনের মৃত্যু
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৫:২৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০
- / 93
৭১: মেক্সিকোর একটি বারে সহিংসতায় ১১ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে সাতজন পুরুষ ও চারজন নারী।
দেশটির মধ্যাঞ্চলীয় রাজ্য গুয়ানাজুয়াতোতে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের
সরকার দলগত সহিংসতা বন্ধ করার প্রতিশ্রুতি দেয়া সত্ত্বেও দেশটি রেকর্ড খুনের হারে জর্জরিত হয়ে পড়েছে।
গুয়ানাজুয়াতোর অ্যাটর্নি জেনারেলের দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, রোববার ভোরে ফেরাল দেল প্রোগেসো শহরের ওই বার থেকে ১১ জনের লাশ উদ্ধার করা হয়।
গুলিতে আহত অপর একজন নারীকেও পাওয়া গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
Tag :