পেঁয়াজের দাম কেজিতে ২ টাকা কমেছে
- আপডেট টাইম : ০২:৫০:৩৩ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২০
- / 98
৭১: একদিনের ব্যবধানে শনিবার দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ২ টাকা। একদিন আগেও প্রতি কেজি পেঁয়াজ ১৯ থেকে ২০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ১৭ থেকে ১৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, কোরবানির ঈদকে ঘিরে হিলি স্থলবন্দর দিয়ে সড়কপথে ও রেলপথে ভারত থেকে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ আমদানি হয়েছে।
তিনি বলেন, ঈদের আগে সর্বশেষ বৃহস্পতিবারও বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয়েছিল। যার কারণে ঈদের সময় দেশের বাজারে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজের সরবরাহ থাকায় প্রতিবছর ঈদের সময় পেঁয়াজের দাম বাড়লেও এবারে উল্টোটা হয়েছে পেঁয়াজের দাম আরও কমেছে।
তিনি আরও বলেন, এছাড়াও ঈদের আগে আমদানি করা পেঁয়াজ এখনো মার্কেটে বিদ্যমান রয়েছে। যার কারণে ঈদের ছুটি শেষে বন্দর দিয়ে পুনরায় আমদানি রপ্তানি শুরু হওয়ায় পেঁয়াজ আমদানি হলেও দেশের বাজারে পেঁয়াজের তেমন চাহিদা না থাকায় সরবরাহ বেশি হওয়ার কারণে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে।