গুটিকয়েক ব্যক্তির কাছে জিম্মি হয়ে আছে ব্যাংকিং খাত
- আপডেট টাইম : ০৮:০০:২৪ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০
- / 122
নিউজ লাইট ৭১: দেশের পুরো ব্যাংকিং খাত গুটিকয়েক ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে জিম্মি হয়ে আছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। এ জন্য সরকারের ব্যাংক কমিশন গঠনের উদ্যোগকে সমর্থন ও সাধুবাদ জানিয়েছেন দেবপ্রিয়।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ১৯ ফেব্রুয়ারি বুধবার সচিবালয়ে ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে বৈঠক করেন। এরপর সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের ব্যাংক কমিশন করার কথা জানান।
এ জন্য অনেকের সঙ্গেই কথাবার্তা বলতে হবে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘যারা সময় দিতে পারেন, দেশের স্বার্থে কাজ করতে পারেন, তাদের মধ্য থেকেই কেউ এই কমিশনের দায়িত্ব নেবেন।’ এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি হবে বলে জানা গেছে।
এদিকে ২২ ফেব্রুয়ারি শনিবার দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘বাংলাদেশের ব্যাংক খাত নিয়ে আমরা অসহায় হয়ে পড়েছি। একটা আতঙ্ক, ভয়ংকর, ভঙ্গুর পরিস্থিতির দিকে তাকিয়ে আছি। খেলাপি ঋণ অব্যাহতভাবে বাড়ছে। আর লুকিয়ে আছে মূলধন ঘাটতি, নিরাপত্তা সঞ্চিতির মতো আরও অনেক সূচক। আর এর ফলে মানুষের ব্যাংকে টাকা রাখার পরিমাণ কমে যাচ্ছে। সুদ হার নিয়েও সমস্যা হচ্ছে। আর বাংলাদেশ ব্যাংক যে নীতিমালা দিচ্ছে তার বরখেলাপ হচ্ছে প্রতিনিয়ত।’