সোনার সর্বোচ্চ দাম বৃদ্ধি পেলো
- আপডেট টাইম : ০৬:৪৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০
- / 96
নিউজ লাইট ৭১: দেশের বাজারে সোনার দাম ভরিতে বেড়েছে ১ হাজার ১৬৭ টাকা। ফলে ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে ৬১ হাজার ৫২৮ টাকা। ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম বৃদ্ধি পেলো এবার।
গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ার বিষয়টি জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি।
তারা বলছে, বৈশ্বিক অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজার ও দেশের বুলিয়ন মার্কেটে সোনার দর বেড়েছে। তাই সার্বিক অবস্থা বিবেচনা করে দেশের বাজারে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
সর্বশেষ গত ৫ জানুয়ারি সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বাড়িয়েছিল জুয়েলার্স সমিতি। তখন ভরি প্রতি দাম দাঁড়িয়েছিল ৬০ হাজার ৩৬১ টাকা। আজ থেকে আবার দাম বেড়ে যাওয়ায় সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাল।
জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা গতকাল গণমাধ্যমকে বলেন, ‘চীনের করোনাভাইরাসের কারণে বিশ্ববাজারে নতুন করে সোনার দাম বাড়ছে। সে জন্য দেশে আমরা দাম বাড়াতে বাধ্য হয়েছি।’
উল্লেখ্য, এর আগে সোনার সর্বোচ্চ দাম উঠেছিল ২০১২ সালের ১৬ সেপ্টেম্বরে। তখন ছিলো ৬০ হাজার ৬৫৩ টাকা ভরি।