দেশের বিভিন্ন স্থানে টানা দুইদিন বৃষ্টি হতে পারে
- আপডেট টাইম : ১১:১১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২০
- / 119
নিউজ লাইট ৭১: দেশের বিভিন্ন স্থানে টানা দুইদিন বৃষ্টি হতে পারে। এসময় সারাদেশের তাপমাত্রা একটু বাড়বে। তবে আগামী ১ ফেব্রুয়ারি থেকে তাপমাত্রা আবার কমে যাবে।
আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস গণমাধ্যমকে জানান, ২৯ ও ৩০ জানুয়ারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসময় সারাদেশের তাপমাত্রা একটু বাড়বে। তবে ১ ফেব্রুয়ারি থেকে তাপমাত্রা আবার কমে যাবে। অর্থাৎ ফেব্রুয়ারির শুরুটা বেশ জবরদস্ত শীত দিয়ে শুরু হবে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল, ফরিদপুর, সীতাকুন্ড, শ্রীমঙ্গল, রাজশাহী, পাবনা, যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলসহ রংপুর বিভাগের উপর দিয়ে মৃদ থেকে মাঝারী ধরনের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।