ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

দেশ কাঁপাচ্ছে চতুর্থ শৈত্যপ্রবাহে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৯:৫৯:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২০
  • / 99

নিউজ লাইট ৭১ রিপোর্ট: মৃদু শৈত্যপ্রবাহের সঙ্গে পাল্লা দিয়ে ফের শীতে কাঁপছে দেশের উত্তর-পশ্চিমাঞ্চল। শনিবার থেকে দুই-তিন দিনের মধ্যে পারদ অনেকটাই পতন হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এই প্রসঙ্গে রুহুল কুদ্দুস (আবহাওয়াবিদ) বলেন, বছরের শুরুর শৈত্যপ্রবাহ কেটে গিয়েছিল। মাঝখানে হালকা বৃষ্টি হয়েছে। এখন রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। রাজধানীতেও দিনের তাপমাত্রাও কমার সম্ভাবনা রয়েছে।

জানুয়ারির প্রথম সপ্তাহেও দেশে ছিল এক দফা শৈত্যপ্রবাহ। শনিবার থেকে শুরু হলো মৌসুমের চতুর্থ শৈত্যপ্রবাহ।

এদিকে শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়, ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানিয়েছে, রাজধানী ও আশপাশের অঞ্চলে শনিবার বৃষ্টির সম্ভাবনা নেই। সকালের দিকে শীতের অনুভূতি বাড়তে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা বিরাজ করছে দেশের বিভিন্ন স্থানে। ফলে সূর্যের দেখা মিলছে দেরিতে। এর প্রভাবে শীত অনুভূত হচ্ছে বেশি।

সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। আর তাপমাত্রা ৬-৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং ৮-১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে।

এর আগে ডিসেম্বরের শেষ দিকে এবং জানুয়ারির শুরুতে রাজধানী ঢাকাসহ সারাদেশে দুই দফা মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যায়।

Tag :

শেয়ার করুন

দেশ কাঁপাচ্ছে চতুর্থ শৈত্যপ্রবাহে

আপডেট টাইম : ০৯:৫৯:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২০

নিউজ লাইট ৭১ রিপোর্ট: মৃদু শৈত্যপ্রবাহের সঙ্গে পাল্লা দিয়ে ফের শীতে কাঁপছে দেশের উত্তর-পশ্চিমাঞ্চল। শনিবার থেকে দুই-তিন দিনের মধ্যে পারদ অনেকটাই পতন হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এই প্রসঙ্গে রুহুল কুদ্দুস (আবহাওয়াবিদ) বলেন, বছরের শুরুর শৈত্যপ্রবাহ কেটে গিয়েছিল। মাঝখানে হালকা বৃষ্টি হয়েছে। এখন রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। রাজধানীতেও দিনের তাপমাত্রাও কমার সম্ভাবনা রয়েছে।

জানুয়ারির প্রথম সপ্তাহেও দেশে ছিল এক দফা শৈত্যপ্রবাহ। শনিবার থেকে শুরু হলো মৌসুমের চতুর্থ শৈত্যপ্রবাহ।

এদিকে শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়, ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানিয়েছে, রাজধানী ও আশপাশের অঞ্চলে শনিবার বৃষ্টির সম্ভাবনা নেই। সকালের দিকে শীতের অনুভূতি বাড়তে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা বিরাজ করছে দেশের বিভিন্ন স্থানে। ফলে সূর্যের দেখা মিলছে দেরিতে। এর প্রভাবে শীত অনুভূত হচ্ছে বেশি।

সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। আর তাপমাত্রা ৬-৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং ৮-১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে।

এর আগে ডিসেম্বরের শেষ দিকে এবং জানুয়ারির শুরুতে রাজধানী ঢাকাসহ সারাদেশে দুই দফা মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যায়।