প্রতিবার যৌন মিলনে নতুন করে আপনাকে আবিষ্কার করছেন সঙ্গিনী
- আপডেট টাইম : ০৮:৫৪:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২০
- / 116
নিউজ লাইট ৭১ রিপোর্ট: মোটা মানুষদের বিড়ম্বনা বেশি। শরীরে বাঁধে হাজারও রোগ। খাওয়া থেকে শুরু করে ব্যায়াম সবকিছুতেই নিয়ম মেনে চলতে হয়। তবে সম্প্রতি একটি গবেষণার প্রতিবেদনে বলা হয়েছে, একজন মেদবহুল পুরুষই নাকি তাদের শয্যাসঙ্গিনীকে সবচেয়ে বেশি আনন্দ দিতে পারেন।
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা মোট ৫ হাজারেরও বেশি যুগলকে নিয়ে একটি গবেষণা করেন। ওই ৫ হাজার যুগলের মধ্যে স্থূল চেহারার পুরুষেরা যেমন ছিলেন তেমনই ছিলেন রোগারাও।
দু’ধরনের পুরুষদের শয্যাসঙ্গিনীদের সঙ্গে কথা বলেন বিশেষজ্ঞরা। তাতেই দেখা গিয়েছে, রোগাদের তুলনায় মোটা চেহারার পুরুষেরাই বিছানায় বেশি ফিট। দেখতে মোটা হলেও উদ্দাম যৌনতায় মেতে ওঠার ক্ষমতা অনেক বেশি রয়েছে তাদের।
বিছানায় খুশি করার ক্ষেত্রে স্থূল চেহারার ব্যক্তিদের একশোয় ১০০ নম্বর দিয়েছেন সঙ্গিনীরা। রোগা এবং মোটা এই দু’ধরনের পুরুষদের সঙ্গিনীদের সঙ্গে কথা বলেন বিশেষজ্ঞরা।
এরপর হিসাব করে দেখা যায়, রোগা পুরুষ এবং মোটা পুরুষেরা সপ্তাহে ঠিক কতবার যৌনতায় মেতে ওঠেন। সে হিসাবের দৌড়েও এগিয়ে রয়েছেন মোটা পুরুষেরা। সপ্তাহে অনেক বেশিবার যৌনতায় মেতে ওঠেন তারা। রোগা পুরুষদের ক্ষেত্রে সেই সংখ্যা বেশ কম।
তাই চেহারা মোটা হওয়ায় যারা আয়নার সামনে দাঁড়িয়ে হতাশ হয়ে যান বা যারা রোগা হওয়ার চেষ্টা করছেন তারা বিশেষজ্ঞদের গবেষণার প্রতিবেদনে খুশিই হবেন।
তবে রোগা চেহারার পুরুষদের দুঃখ পাওয়ার কোনও কারণ নেই। বিশেষজ্ঞরা বলছেন, চেহারার বদলে শারীরিক সুস্থতার দিকে নজর দিন। আপনি যত বেশি সুস্থ থাকবেন ততই সঙ্গিনীদের খুশি করার দৌড়ে এগিয়ে যাবেন।
তাই রোগা কিংবা মোটা এসব নিয়ে ভাবনাচিন্তা ছেড়ে নিজের শারিরীক সুস্থতার দিকে নজর দিন। প্রতিবার যৌন মিলনে নতুন করে আপনাকে আবিষ্কার করছেন সঙ্গিনী।