৫০০ টাকার পণ্য কিনে থাইল্যান্ড, নেপাল ও কক্সবাজারে বিমান ভ্রমণের সুযোগ
- আপডেট টাইম : ০৯:২৮:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২০
- / 93
নিউজ লাইট ৭১ রিপোর্ট: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় চার হাজারেরও বেশি পণ্যের আকর্ষণীয় অফার নিয়ে প্যাভিলিয়ন সাজিয়েছে দেশের অন্যতম বৃহত্তম শিল্পপ্রতিষ্ঠন আরএফএল প্লাস্টিকস। মেলায় আরএফএল প্লাস্টিকসের পণ্য কিনলেই দেয়া হচ্ছে ১০ শতাংশ নগদ মূল্যছাড়। এছাড়া রয়েছে ৫০০ টাকার পণ্য কিনে থাইল্যান্ড, নেপাল ও কক্সবাজারে বিমান ভ্রমণের সুযোগ।
রাজধানীর শেরেবাংলা নগরে ২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৩৮ নম্বর প্রিমিয়ার প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে আরএফএল প্লাস্টিক পণ্যের এসব অফার। টেকসই, দৃষ্টিনন্দন ডিজাইন আর নানা রঙের চার হাজারেরও বেশি পণ্য নিয়ে প্যাভিলিয়ন সাজিয়েছে এ প্রতিষ্ঠানটি।
মেলায় প্লাস্টিকের তৈরি বিভিন্ন ফিটিংস, পেট, মগ, গ্লাস, বাটি, ট্রে, স্যুপ সেট, চামচ, জগ, হটপট, চেয়ার, পানির বোতলসহ হরেক রকম পণ্য বিক্রি করা হচ্ছে। রয়েছে শিশুদের খেলনা ও প্লাস্টিকের বিভিন্ন আসবাবপত্র। মেলায় দেশ-বিদেশি ক্রেতা-দর্শনার্থীদের আকর্ষণ করতে বিশেষ ছাড় দিচ্ছে দেশের সবচেয়ে বড় এই প্লাস্টিকের পণ্য তৈরির প্রতিষ্ঠানটি।
মেলায় প্রতিষ্ঠানটির প্যাভিলিয়ন ইনচার্জ মোহাম্মদ ইমতিয়াজ বলেন, আরএফএল আন্তর্জাতিক মানসম্পন্ন প্লাস্টিক পণ্য তৈরি করে। দেশের চাহিদা মিটিয়ে আরএফএল বিশ্বের দেড় শতাধিক দেশে পণ্য রপ্তানি করছে। দেশি-বিদেশি ক্রেতা-দর্শনার্থীদের কাছে আমাদের উৎপাদিত পণ্য তুলে ধরতে রপ্তানিযোগ্য প্রায় চার হাজার পণ্য নিয়ে মেলায় অংশগ্রহণ করেছি।
তিনি বলেন, আরএফএল সবসময় ক্রেতাদের পছন্দ ও দাম মাথায় রেখেই নতুন নতুন পণ্য উৎপাদন ও বাজারজাত করে। ফলে সবসময় আমাদের পণ্যের প্রতি ক্রেতাদের দৃষ্টি একটু বেশি থাকে।
তিনি বলেন, এছাড়া আকর্ষণীয় সব অফারও রয়েছে। মাত্র ৫০০ টাকার প্লাস্টিক পণ্য কিনলেই ক্রেতারা একটি কুপন পাবেন। র্যাফেল ড্র-র মাধ্যমে সৌভাগ্যবান বিজয়ীরা পাবেন ঢাকা-ব্যাংকক-ঢাকা, ঢাকা-নেপাল-ঢাকা এবং ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমানের টিকিট।
এছাড়া মেলার প্রথম দিন থেকেই সব প্লাস্টিকস পণ্যের ওপর ১০ শতাংশ নগদ মূল্যছাড়ের পাশাপাশি বিশেষ অফারে ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দেয়া হচ্ছে। রয়েছে নির্দিষ্ট কিছু পণ্যের সঙ্গে আকর্ষণীয় উপহার। সঙ্গে হোম ডেলিভারি ফ্রি।