ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

স্বামীর সামনেই স্ত্রীকে গণধর্ষণ, দম্পতির আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:৪৬:২৪ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
  • / 43

স্বামীর সামনেই স্ত্রীকে গণধর্ষণ, দম্পতির আত্মহত্যা । প্রতীকী ছবি

নিজ বাড়িতে স্বামীর সামনেই গণধর্ষণের শিকার হয়েছেন এক স্ত্রী। এর কয়েক ঘণ্টা পর বিষ খেয়ে আত্মহত্যা করেছেন ভুক্তভোগী নারী ও তার স্বামী। তবে আত্মহত্যার আগে ধারণ করা ভিডিওতে অভিযুক্তদের নামও বলে গেছেন ওই দম্পতি।

শনিবার স্থানীয় পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ভারতের উত্তর প্রদেশের বাস্তি জেলায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি এফআইআর দায়ের করার পর দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ভুক্তভোগীদের স্বজন জানান, বাস্তি জেলার রুধৌলি এলাকার একটি বাড়িতে গত বৃহস্পতিবার সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন এক নারী। পরে ওই নারী ও তার স্বামী বিষ খেয়ে আত্মহত্যা করেন। ওই দম্পতির তিন সন্তান রয়েছে। এদের মধ্যে দুই ছেলের বয়স আট এবং ছয়। আর মেয়ের বয়স এক বছর।

পুলিশ জানায়, ৩০ বছর বয়সী এক ব্যক্তি ও তার ২৭ বছর বয়সী বৃহস্পতিবার রাতে বিষ খান। স্বামী শুক্রবার মারা যান। আর স্ত্রী পরদিন একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত শুক্রবার ওই দম্পতি সন্তানেরা স্কুলে যাওয়ার সময় তারা জানতে পারেন, তাদের বাবা-মা বিষ খেয়েছেন।

স্থানীয় পুলিশ কর্মকর্তা গোপাল কৃষ্ণা বলেন, এ ঘটনায় আদর্শ (২৫) ও ত্রিলোকি (৪৫) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত চলছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

স্বামীর সামনেই স্ত্রীকে গণধর্ষণ, দম্পতির আত্মহত্যা

আপডেট টাইম : ০৪:৪৬:২৪ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩

নিজ বাড়িতে স্বামীর সামনেই গণধর্ষণের শিকার হয়েছেন এক স্ত্রী। এর কয়েক ঘণ্টা পর বিষ খেয়ে আত্মহত্যা করেছেন ভুক্তভোগী নারী ও তার স্বামী। তবে আত্মহত্যার আগে ধারণ করা ভিডিওতে অভিযুক্তদের নামও বলে গেছেন ওই দম্পতি।

শনিবার স্থানীয় পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ভারতের উত্তর প্রদেশের বাস্তি জেলায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি এফআইআর দায়ের করার পর দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ভুক্তভোগীদের স্বজন জানান, বাস্তি জেলার রুধৌলি এলাকার একটি বাড়িতে গত বৃহস্পতিবার সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন এক নারী। পরে ওই নারী ও তার স্বামী বিষ খেয়ে আত্মহত্যা করেন। ওই দম্পতির তিন সন্তান রয়েছে। এদের মধ্যে দুই ছেলের বয়স আট এবং ছয়। আর মেয়ের বয়স এক বছর।

পুলিশ জানায়, ৩০ বছর বয়সী এক ব্যক্তি ও তার ২৭ বছর বয়সী বৃহস্পতিবার রাতে বিষ খান। স্বামী শুক্রবার মারা যান। আর স্ত্রী পরদিন একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত শুক্রবার ওই দম্পতি সন্তানেরা স্কুলে যাওয়ার সময় তারা জানতে পারেন, তাদের বাবা-মা বিষ খেয়েছেন।

স্থানীয় পুলিশ কর্মকর্তা গোপাল কৃষ্ণা বলেন, এ ঘটনায় আদর্শ (২৫) ও ত্রিলোকি (৪৫) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত চলছে।

নিউজ লাইট ৭১