শর্তে দুই দলকে সমাবেশের অনুমতি দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট টাইম : ০২:৪৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
- / 18
আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলকেই রাজধানীতে সমাবেশ করতে একই শর্ত বেঁধে দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার সচিবালয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালন উপলক্ষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
দুটি দল কোথায় সমাবেশ করবে সেই অনুমতি এখনো দেয়া হয়নি বলেও জানিয়েছেন মন্ত্রী। তবে বিএনপি রাজধানীর নয়াপল্টনে আর আওয়ামী লীগের তিন সংগঠন বাইতুল মোকাররম এলাকায় সমাবেশ করতে চায়।
পুলিশ তাদের এই দুটি স্থানে অনুমতি না দেয়ায় সমাবেশ একদিন পিছিয়ে শুক্রবার করেছেন আওয়ামী লীগ ও বিএনপি।
বর্তমান সরকারের পদত্যাগ এবং সংসদ বিলুপ্তির এক দফা সামনে রেখে গত ২২ জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ‘তারুণ্যের সমাবেশ’ থেকে ২৭ জুলাই ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তবে ডিএমপি বিএনপিকে অনুমতি দেয়নি নয়াপল্টন বা সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করতে। বিকল্প ভেন্যু হিসেবে পুলিশের পক্ষ থেকে দলটিকে সায়েদাবাদ বাস টার্মিনালের পাশে গোলাপবাগ মাঠে মহাসমাবেশ করতে বলা হয়। সেখানে মহাসমাবেশ করতে অনাগ্রহ দেখায় দলটি।
আওয়ামী লীগের তিন সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ সমাবেশ করতে চায় বায়তুল মোকারমের দক্ষিণ গেটে। তবে এ নিয়ে এখনো কঠোর অবস্থানে ডিএমপি।
নিউজ লাইট ৭১