ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকায় ফিরছে মানুষ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১২:৪৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩
  • / 23

ঈদের ছুটি শেষে জীবিকার তাগিদে ঢাকায় ফিরছে মানুষ। ছবি: সংগৃহীত

ঈদের ছুটি শেষে আজ রোববার (২ জুলাই) খুলছে ব্যাংক-বিমা, অফিস-আদালত ও শেয়ারবাজার। তবে বেসরকারি অনেক প্রতিষ্ঠান খুলেছে গতকালই। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ আনন্দ শেষে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরতে শুরু করেছে দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ। তবে, রাজধানীতে যে পরিমাণ মানুষ ফিরছে তার চেয়েও বেশি মানুষ ঢাকা থেকে বিভিন্ন এলাকায় যাচ্ছে।

বৃষ্টি ছাড়া এ ঈদে কোনো ভোগান্তি ছিল না কর্মস্থলগামীদের। বিভিন্ন পরিবহনে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগও তেমন মেলেনি। কোনো ভোগান্তি পোহাতে হয়নি টিকিট পেতে। মহাসড়কেও ছিল না যানজট। রেলে যারা ফিরেছেন তারাও ছিলেন স্বস্তিতে।

যাত্রী এবং পরিবহন সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, এবারের ঈদে লম্বা ছুটির কারণে এখনো ঢাকায় সেই পরিমাণ মানুষ ঢুকছে না। এদিকে ঈদে যানজটের কথা চিন্তা করে ঢাকায় ঈদ করা মানুষগুলো এবার এলাকায় যাচ্ছে। রোববার সকালে রাজধানীর বাসস্ট্যান্ড এলাকাগুলোয় এই চিত্র দেখা গেছে।

পরিবহন সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, যারা এখন ঢাকা ছাড়ছে, তাদের অধিকাংশই বাসা-বাড়িতে, ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করেন, তারা ঢাকায় ঈদ করেছে এবং কোরবানির মাংস সংগ্রহ শেষে এবার বাড়ি ফিরছে।

এদিকে রাজধানীতে ফেরা অনেকের সাথে কথা হয় এ প্রতিবেদকের। অধিকাংশই বলেন, পথে কিছুটা ভোগান্তি হলেও নিরাপদে কর্মস্থল ও গন্তব্যে ফেরাই তাদের মূল চ্যালেঞ্জ ছিল। এখানে তারা জয়ী। তবে সবাই যে ছুটি বা আনন্দ করতে গিয়েছিলেন এমন নয়। অনেকেই জরুরি প্রয়োজনেও ঈদের ছুটিতে বাড়ি গিয়েছিলেন।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

ঢাকায় ফিরছে মানুষ

আপডেট টাইম : ১২:৪৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩

ঈদের ছুটি শেষে আজ রোববার (২ জুলাই) খুলছে ব্যাংক-বিমা, অফিস-আদালত ও শেয়ারবাজার। তবে বেসরকারি অনেক প্রতিষ্ঠান খুলেছে গতকালই। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ আনন্দ শেষে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরতে শুরু করেছে দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ। তবে, রাজধানীতে যে পরিমাণ মানুষ ফিরছে তার চেয়েও বেশি মানুষ ঢাকা থেকে বিভিন্ন এলাকায় যাচ্ছে।

বৃষ্টি ছাড়া এ ঈদে কোনো ভোগান্তি ছিল না কর্মস্থলগামীদের। বিভিন্ন পরিবহনে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগও তেমন মেলেনি। কোনো ভোগান্তি পোহাতে হয়নি টিকিট পেতে। মহাসড়কেও ছিল না যানজট। রেলে যারা ফিরেছেন তারাও ছিলেন স্বস্তিতে।

যাত্রী এবং পরিবহন সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, এবারের ঈদে লম্বা ছুটির কারণে এখনো ঢাকায় সেই পরিমাণ মানুষ ঢুকছে না। এদিকে ঈদে যানজটের কথা চিন্তা করে ঢাকায় ঈদ করা মানুষগুলো এবার এলাকায় যাচ্ছে। রোববার সকালে রাজধানীর বাসস্ট্যান্ড এলাকাগুলোয় এই চিত্র দেখা গেছে।

পরিবহন সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, যারা এখন ঢাকা ছাড়ছে, তাদের অধিকাংশই বাসা-বাড়িতে, ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করেন, তারা ঢাকায় ঈদ করেছে এবং কোরবানির মাংস সংগ্রহ শেষে এবার বাড়ি ফিরছে।

এদিকে রাজধানীতে ফেরা অনেকের সাথে কথা হয় এ প্রতিবেদকের। অধিকাংশই বলেন, পথে কিছুটা ভোগান্তি হলেও নিরাপদে কর্মস্থল ও গন্তব্যে ফেরাই তাদের মূল চ্যালেঞ্জ ছিল। এখানে তারা জয়ী। তবে সবাই যে ছুটি বা আনন্দ করতে গিয়েছিলেন এমন নয়। অনেকেই জরুরি প্রয়োজনেও ঈদের ছুটিতে বাড়ি গিয়েছিলেন।

নিউজ লাইট ৭১