এনবিআর নতুন চেয়ারম্যান নিয়োগ
- আপডেট টাইম : ০৪:৫৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০
- / 116
নিউজ লাইট ৭১ রিপোর্ট: অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম।
বুধবার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে ২ (দুই) বছরের জন্য এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়।
সিনিয়র সচিব রহমাতুল মুনিম এর নিয়মিত চাকরির মেয়াদ শেষ হবে ৫ জানুয়ারি। এর আগে ৩১ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে ৬ জানুয়ারি থেকে তার অবসরোত্তর ছুটি মঞ্জুর করা হয়। এজন্য অবসরোত্তর ছুটি স্থগিতের শর্তে তাকে ৬ জানুয়ারি অথবা যোগদানের তারিখ থেকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।
রহমাতুল মুনিম বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা।
চুক্তিতে এনবিআর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব চালিয়ে আসা মোশাররফ হোসেন ভূঁইয়ার মেয়াদ ২ জানুয়ারি শেষ হচ্ছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন আবু হেনা রহমাতুল মুনিম।
জাতীয় রাজস্ব বোর্ড সরকারের সামগ্রিক রাজস্ব ব্যবস্থাপনার কাজে নিয়োজিত অর্থ মন্ত্রণালয়ের অধীন একটি সংস্থা। জাতীয় রাজস্ব বোর্ডের অর্জিত রাজস্ব দেশের বাজেট বাস্তবায়নে অভ্যন্তরীণ সম্পদের সবচেয়ে বড় উৎস।
এনবিআরের প্রধান দায়িত্ব শুল্ক-করারোপ করা ও তা আদায় করা। এছাড়া শুল্ক নীতি প্রণয়নসহ চোরাচালান নিরোধ আইন ও বিধি প্রণয়ন বোর্ডের অন্যতম কাজ।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে অবসরপ্রাপ্ত অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক বিনয় কৃষ্ণ বালাকে সরকারি কর্মকমিশনের (পিএসসি) সদস্য করা হয়েছে। তিনি যোগদানের পর থেকে আগামী ৫ বছর এ দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।