আকর্ষণের জন্যই বোমা হামলার চিঠি : সিটিটিসি
- আপডেট টাইম : ০৮:৫০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩
- / 15
জঙ্গিগোষ্ঠীর দৃষ্টি আকর্ষণের জন্যই চিঠি দিয়ে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সিটিটিসি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, চিঠি দিয়ে জঙ্গিগোষ্ঠীর বোমা হামলা চালানোর নজির বাংলাদেশে নেই। তারপরেও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজও বিশ্লেষণ করা হচ্ছে।
এর আগে, বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে বাংলা একাডেমির মহাপরিচালক নূরুল হুদা বরাবর জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের একটি চিঠি আসে। চিঠিতে বইমেলায় বোমা হামলার হুমকি দেওয়া হয়। পরে এ বিষয়ে শাহবাগ থানায় জিডি করা হয়।
চিঠিতে লেখা হয়, রাজধানীর যাত্রাবাড়ীতে দেহব্যবসা বন্ধ না হলে পাকিস্তানের করাচির মতো পুলিশ সদর দপ্তরে বোমা মেরে পুলিশকে হত্যা করা হবে। এ ছাড়া অমর একুশে বইমেলাতেও বোমা মারা হবে।
নিউজ লাইট ৭১