শিরোনাম :
ইভিএমের পক্ষে বেশিরভাগ রাজনৈতিক দল : ইসি
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৫:৫৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২
- / 17
রাজনৈতিক সংলাপে বেশিরভাগ রাজনৈতিক দল ইভিএমের পক্ষে বলেও জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।
বৃহস্পতিবার নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা বলেন।
কমিশনার আলমগীর বলেন, আমরা ৩৯টি দলের কথাকেই মূল্যায়ন করেছি। আমাদের দৃষ্টিতে সবাই সমান। উনারা কী বলেছেন, তা আমাদের কাছে রেকর্ড আছে। সেগুলোর ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছি। সেখানে দেখা গেছে, বেশিরভাগ দল ইভিএমের পক্ষে বলেছে।
সময় মতো সংসদ নির্বাচন না হলে ইসিকে সংবিধান লঙ্ঘনের জন্য দায়ী হতে হবে উল্লেখ করে তিনি বলেন, কোনো একটা দল না এলেও আমাদের নির্বাচন করতে হবে।
তিনি আরো বলেন, কোনো একটি দলকে নির্বাচনে আনা বা না আনার দায়িত্ব ইসির নয়। সংবিধানের কোথাও আমাদের এই দায়িত্ব দেওয়া হয়নি।
নিউজ লাইট ৭১
Tag :