মাঠে আসুন, খেলা হবে: কাদের
- আপডেট টাইম : ০৪:১৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জুলাই ২০২২
- / 21
বিএনপি নির্বাচনে আসবে, আসতেই হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, ‘লং ডিসটেন্স থেকে রিমোট কন্ট্রোল লিডারশিপ ডাক দিলে বাংলাদেশের পদ্মা মেঘনা যমুনায় ঢেউ আসবে না, এই রাজপথে আন্দোলন হবে না, আন্দোলন যদি করতে চান, আপনাদের ভারপ্রাপ্ত নেতাকে বলেন, সৎ সাহস থাকলে মাঠে আসুন, মাঠে মোকাবেলা হবে, খেলা হবে। সেখানেই দেখা যাবে জনগণ কার সঙ্গে আছে’।
বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের হাজারীবাগ থানাধীন ১৪ ও ২২ ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, যতই তারা বিষোদগার করুক, যতই মিথ্যাচার করুক, লং ডিসটেন্স থেকে রিমোট কন্ট্রোল লিডারশিপ ডাক দিলে বাংলাদেশের পদ্মা মেঘনা যমুনায় ঢেউ আসবে না, এই রাজপথে আন্দোলন হবে না মির্জা ফখরুল সাহেব? ১৩ বছরে বুঝেননি? কত ডাক দিলেন রোজার ঈদ, কোরবানির ঈদ, পরীক্ষার পর, আপনাদের ডাকে কি জনগণ সাড়া দিয়েছে? রিমোট কন্ট্রোল ডাকে আন্দোলন এদেশে হবে না।
বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে কাদের বলেন, দেশ ভালো থাকলে বিএনপি নেতাদের মন কেন খারাপ হয়? জনগণের প্রতি আস্থা রাখুন। নির্বাচনে অংশ নিন। নির্বাচনের মাধ্যমেই ক্ষমতার পরিবর্তন হবে।
তিনি বলেন, বিএনপি নির্বাচনে আসবে, আসতেই হবে। শেষ পর্যন্ত বিএনপি তাদের অস্তিত্ব ও দলকে রক্ষা করতেই নির্বাচনে অংশ নেবে।
তিনি আরও বলেন, দেশে বিদ্যুৎ ও জ্বালানির অভাব নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখুন।
এ সময় আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ এবং সুশৃঙ্খল রাখতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি
হাজারীবাগ থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজি মোহাম্মদ সেলিম আহমেদের সভাপতিত্বে সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির এবং সংসদ সদস্য নুরুল আমিন রুহুল প্রমুখ।
নিউজ লাইট ৭১