জনগণের আশীর্বাদেই সেতুর বাস্তবায়ন
- আপডেট টাইম : ০৬:০২:১৪ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২
- / 30
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদ্মা সেতু বাস্তবায়ন করতে গিয়ে দেশের ভেতর ও বাইরের অনেক চাপ ছিল। জনগণ ও তাদের আশীর্বাদেই সেতুর বাস্তবায়ন করতে পেরেছি।
বুধবার (১ জুন) শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় তিনি এ কথা বলেন। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্যের বিষয়টি সাংবাদিকদের জানান।
সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী বলেন, পদ্মা সেতু শেষ পর্যন্ত বাস্তবায়ন হলো। সেতু বাস্তবায়নে নানা চাপের বিষয়ে একনেক সভায় খোলামেলা আলোচনা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জনগণ ও তাদের আশীর্বাদ ছিল বলেই পদ্মা সেতু বাস্তবায়ন করতে পেরেছি।
প্রতিটি স্থলবন্দর আরও উন্নত করার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আধুনিক স্থাপনা ও সিস্টেম বসাতে হবে। গ্রামীণ সড়ক বাস্তবায়নের দিকে নজর দিতে হবে। নতুন সড়ক বানানো দরকার। তবে বিদ্যমান সড়ক আগে সংস্কার করতে বলেন তিনি।
নিউজ লাইট ৭১