শিরোনাম :
৩৪ স্বর্ণের বারসহ আটক এক
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৫:৫৮:১০ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২
- / 30
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত এক যাত্রীকে ৩৪টি স্বর্ণের বারসহ আটক করেছে কাস্টমসের শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
বুধবার (১ জুন) সকাল সোয়া ৭টায় এয়ার আরাবিয়ার একটি ফ্লাইট থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের এক কর্মকর্তা বলেন, আমাদের হেড কোয়ার্টার থেকে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের লোহাগড়ার সাইফুল ইসলাম নামের ওই যাত্রীর ফ্লাইট নম্বর, পাসপোর্ট নম্বর, ছবি দেওয়া হয়েছিল। ফ্লাইট সকাল সাড়ে ৭টায় অবতরণের পরই আমরা তার সিটের কাছে গিয়ে আটক করি। এরপর শরীর তল্লাশি করে কালো স্কচ টেপে মোড়ানো স্বর্ণের বারগুলো পাওয়া যায়।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
নিউজ লাইট ৭১
Tag :