ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ২২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আজও বৃষ্টি ঝরতে পারে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:৫৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২
  • / 31

বৃষ্টিপাত (ছবি: সংগৃহীত)

দেশের ছয় বিভাগে গত কয়েক দিনের মতো বুধবারও ঝড়-বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে কোথাও কোথাও ভারি বৃষ্টিপাতেরও আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার (১ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া বার্তায় জানানো হয়, পশ্চিমের লঘুচাপের প্রভাবে দেশের মধ্যে বজ্র মেঘ তৈরি হচ্ছে। মেঘের প্রভাবে দেশের মধ্যে এখন ঝড় বৃষ্টির প্রবণতা বেড়েছে। অন্যদিকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু কিংবা বর্ষা এরই মধ্যে দেশে প্রবেশ করতে শুরু করেছে। জুনের মাঝামাঝি সময়ে সারা দেশে বর্ষা বিস্তার লাভ করতে পারে।

এদিকে বুধবার সকাল থেকে ঢাকার আকাশে মেঘের আনাগোনা দেখা যায়। সকাল থেকে রাজধানীর নিউমার্কেট, ধানমন্ডি, কল্যাণপুর, মিরপুরসহ বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হয়।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

আজও বৃষ্টি ঝরতে পারে

আপডেট টাইম : ০৫:৫৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২

দেশের ছয় বিভাগে গত কয়েক দিনের মতো বুধবারও ঝড়-বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে কোথাও কোথাও ভারি বৃষ্টিপাতেরও আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার (১ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া বার্তায় জানানো হয়, পশ্চিমের লঘুচাপের প্রভাবে দেশের মধ্যে বজ্র মেঘ তৈরি হচ্ছে। মেঘের প্রভাবে দেশের মধ্যে এখন ঝড় বৃষ্টির প্রবণতা বেড়েছে। অন্যদিকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু কিংবা বর্ষা এরই মধ্যে দেশে প্রবেশ করতে শুরু করেছে। জুনের মাঝামাঝি সময়ে সারা দেশে বর্ষা বিস্তার লাভ করতে পারে।

এদিকে বুধবার সকাল থেকে ঢাকার আকাশে মেঘের আনাগোনা দেখা যায়। সকাল থেকে রাজধানীর নিউমার্কেট, ধানমন্ডি, কল্যাণপুর, মিরপুরসহ বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হয়।

নিউজ লাইট ৭১