‘পদ্মা সেতু’ রেখে সরকারি প্রজ্ঞাপন জারি
- আপডেট টাইম : ০৭:১৪:০৫ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২
- / 30
পদ্মা নদীর ওপর সদ্য নির্মিত সেতুর নাম ‘পদ্মা সেতু’ রেখে সরকারি প্রজ্ঞাপন জারি হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে সেতুটির নামকরণ করার দাবি উঠলেও এতে সম্মতি দেননি সরকারপ্রধান।
রবিবার (২৯ মে) সেতু বিভাগ থেকে প্রজ্ঞাপন জারির পর সরকারি গেজেট জারি করা হয়।
সেখানে বলা হয়, সেতু বিভাগের অধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন ‘পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পে’র আওতায় মুন্সিগঞ্জ জেলার মাওয়া এবং শরীয়তপুর জেলার জাজিরা প্রান্ত সংযোগকারী পদ্মা নদীর ওপর নির্মিত সেতুটি সরকার ‘পদ্মা সেতু’ নামে নামকরণ করা হলো।
গেল ১৯ মে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিং করে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছিলেন, নদীর নামেই হবে এ সেতু।
নামে আদৌ কোনো পরিবর্তন আসছে কি-না? জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেছিলেন, না না, তিনি (প্রধানমন্ত্রী) বলে দিয়েছেন, পদ্মা সেতু ‘পদ্মা সেতু’ই। এটা তিনি ক্লিয়ার করবেন যখন পদ্মা সেতু নিয়ে কথা বলবেন।
গত ২৪ মে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, আগামী ২৫ জুন যানবাহন চলাচলের জন্য পদ্মা সেতুর দুয়ার উন্মুক্ত হতে যাচ্ছে। সেদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা বহুমুখী সেতুর উদ্বোধন করবেন।
পদ্মা সেতু উদ্বোধন এবং নামকরণের সারসংক্ষেপ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর গণভবন গেটে মন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।
এ দিকে সরকারের পক্ষ থেকে এরই মধ্যে পদ্মা সেতু পারাপারে টোল নির্ধারণ করা হয়েছে।
গত ১৭ মে সেতু বিভাগের উপ সচিব আবুল হাসানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়- মোটরসাইকেলের জন্য টোলের হার ১০০ টাকা; কার, জিপ ৭৫০ টাকা; পিকআপ ভ্যান এক হাজার ২০০ টাকা; মাইক্রোবাস এক হাজার ৩০০ টাকা; ছোট বাস (৩১ আসন বা তার কম) এক হাজার ৪০০ টাকা; মাঝারি বাস (৩২ আসন বা তার বেশি) দুই হাজার টাকা; বড় বাস (৩ এক্সেল) দুই হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ছোট ট্রাকের জন্য (৫ টন পর্যন্ত) এক হাজার ৬০০ টাকা; মাঝারি ট্রাক (৫ থেকে ৮ টন পর্যন্ত) দুই হাজার ১০০ টাকা; মাঝারি ট্রাক (৮ থেকে ১১ টন পর্যন্ত) দুই হাজার ৮০০ টাকা; বড় ট্রাক (৩ এক্সেল পর্যন্ত) পাঁচ হাজার ৫০০ টাকা; ট্রেইলার (৪ এক্সেল পর্যন্ত) ছয় হাজার টাকা এবং ট্রেইলার (৪ এক্সেলের অধিক) ছয় হাজার টাকার সঙ্গে প্রতি এক্সেলের জন্য এক হাজার ৫০০ টাকা যুক্ত হবে।
উল্লেখ্য, প্রজ্ঞাপনে টোলের এ হার পদ্মা সেতুতে যানবাহন চলাচলের দিন থেকে কার্যকর হবে বলে জানানো হয়।
নিউজ লাইট ৭১